Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে জেলেদের মাঝে কর্মসংস্থানের উপকরণ বিতরণ
fisher-help

মতলব দক্ষিণে জেলেদের মাঝে কর্মসংস্থানের উপকরণ বিতরণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৩ মে) বিকাল ৪টায় উপজেলা মৎস্য অফিস প্রাঙ্গণে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নিবন্ধিত ও প্রশিক্ষণ প্রাপ্ত জেলেদের মধ্যে কর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সাংসদ এডভোকেট মো. নূরুল আমিন রুহুল।

এসময় তিনি বলেন শেখ হাসিনা জনবান্ধব সরকার বলেই দারিদ্র বিমোচনে নিরলস্ভাবে কাজ করে যাচ্ছে। জনগণও সুখে-শান্তিতে বসবাস করছে। জেলেদের ২ মাস মাছ ধরা বন্ধের কারণে বেকার থাকায় তাদের কর্মসংস্থানের জন্য ভ্যানগাড়ী, সেলাই মেশিন ও ছাগল বিতরণ করছে আ.লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেক জেলে পরিবারদেরকে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুবিন সুজনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এইচ.এম গিয়াস উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন ও স্বাগত বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আ.লীগের সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করীম, আনিসুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, গোলাম মোস্তফা, নায়েরগাঁও দক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল-মামুন, খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মুঞ্জুর হোসেন রিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম খান প্রমুখ।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
২৩ মে ২০১৯