Home / সারাদেশ / শিক্ষামন্ত্রী ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল
chandpur-awamiligue-iftar-mahfil

শিক্ষামন্ত্রী ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) চাঁদপুর ক্লাবে অত্যন্ত আনন্দঘন পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও ইফতার মাহফিলে চাঁদপুরে জেলা আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীদের স্বতঃফূর্ত অংশগ্রহণ ছাড়াও অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক, নাগরিক সমাজ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া, মতলব আসনের সাংসদ অ্যাড. নুরুল আমিন রুহুল আমিন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের প্রকৌশল অধিদপ্তরে প্রধান প্রকৌশলী খান মো. হানযালা।

ইফতার পূর্ব দোয়া ও মোনাজাতে দেশ-জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মাওলানা আব্দুস সালাম।

ডাঃ দীপু মনি এমপি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা যে স্বপ্ন নিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তা বাস্তবায়নের দ্বারপ্রান্তে আমরা। এদেশ প্রতিষ্ঠায় লাখো মানুষ বুকের তাজা রক্ত দিয়েছে। এখন আর আমাদের রক্ত দিতে হবে না। আমরা যার যার অবস্থান থেকে নিজের দায়িত্বটুকু ঠিকভাবে পালন করতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা পাবে।

তিনি ইফতার মাহফিলের মাধ্যমে রোজাদারদের কাছ থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ ও দীর্ঘায়s কামনা করে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।

এছাড়াও তিনি দলের অসুস্থ নেতা-কর্মীদের সুস্থতা এবং প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনা করেন।

এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, নির্বাহী কর্মকতা কানিজ ফাতেমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর, সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন আখন্দ, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড বিনয় ভুষণ মজুমদার, উপ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, সদস্য বেলায়েত হোসেন গাজী বিল্লাল, জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসরাম বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান,

হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, মতলব উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস, জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেদওয়ান, সাধারণ সম্পাদক নাছির গাজী, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারী, সদর উপজেলা যবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, সদর থানা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু,

পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হোসেন রাসেল গাজী, আল মামুুন পাটওয়ারী, খান জাহান আলী কালু, হযরত আলী বেপারী, তাজুল ইসলাম মিয়াজীসহ চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। এছাড়াও ইফতার মাহফিলে সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- আশিক বিন রহিম
২৩ মে ২০১৯