Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে জুয়া খেলা নিয়ে সংঘর্ষ : আহত ৬
হাজীগঞ্জে জুয়া খেলা নিয়ে সংঘর্ষ : আহত ৬
প্রতীকী ছবি

হাজীগঞ্জে জুয়া খেলা নিয়ে সংঘর্ষ : আহত ৬

হাজীগঞ্জের ৬নং বড়কূল ইউনিয়নের মোল্লাডহর গ্রামে কেরাম খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দোকানপাট ভাংচুরসহ ৬ জন আহত হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, মোল্লাডহর ইসমাইলের দোকানে গত ৩ জানুয়ারি রোববার রাতে প্রতিদিনের ন্যায় বাজিতে কেরাম খেলে ওই গ্রামের আবু তাহেরের ছেলে সোহেল ও ইসহাকের ছেলে মহিন। খেলার এক পর্যায় উভয়ের মধ্যে কথা কাটা-কাটি থেকে মারামারিতে রূপ নেয়।

পরে দোকানের অন্যান্য লোকজনের উপস্থিতে প্রাথমিকভাবে সমাধান হয়। এ বিষয়ে গত মঙ্গলবার বসতে চাইলে সেখানে সোহেল ও তার লোকজন মহিনের উপর মারধর শুরু করে। এতে গুরুতর যখম হয় মহিমা বেগম, মোস্তফা, সুমন, এমরান, জুয়েল ও মিজান সর্দার।

উভয়ের মারামারি থামাতে গিয়ে চরম ভাবে লাঞ্ছিত হয় ওই এলাকার আওয়ামী লীগের মিজানুর রহমান সর্দার।

সোহেল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মিজানের চাচাতো ভাই আলম সর্দারের দোকান ভাংচুর চালায়।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মিজান সর্দার বলেন, আমি তাদের মারামারি থামাতে গিয়ে আহত হই। সোহেল এলাকায় পড়ে অসামাজিক কর্মকান্ড বাধা দেই বলে আমাকে জামায়াতের লোক বলে আখ্যায়িত করে মারার জন্য প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মিজানের মত এলাকার অন্যান্য লোকজনও সোহেলের কর্মকান্ডের বিরোধিতা করতে দেখা গেছে। মারামারির ঘটনায় হাজীগঞ্জ থানায় মহিমা বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৯:০৫ পিএম, ০৮ জানুয়ারি ২০১৬, শুক্রবার

এমআরআর