Home / চাঁদপুর / চাঁদপুর সরকারি মহিলা কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠিত
চাঁদপুর সরকারি মহিলা কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠিত

চাঁদপুর সরকারি মহিলা কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠিত

চাঁদপুর সরকারি মহিলা কলেজের ৫০ বছর পূর্র্তি ও প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে শুরু হয়ে আলোচনা সভা, আড্ডা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সন্ধ্যায় এ অনুষ্ঠান শেষ হয়।

দিনব্যাপী এ অনুষ্ঠানে চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সুধী মহলের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও চাঁদপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর শামছুন নাহার।

চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন মিয়ার সভাপ্রধানে এবং চাঁদপুর সরকারি মহিলা কলেজের ৫০ বছর পূর্র্তি ও প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী উৎসব-২০১৬-এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সাংসদ সদস্য দীপু মনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী, যুগ্ম সচিব নাছিমা আক্তার, চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহামেদ, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মনোহর আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, কলেজটির উপাধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান, পুরাণবাজার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রতন কুমার মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, ‘এমন অনুষ্ঠানে সবার স্মৃতি এসে ভীড় করে। এটা একটা অন্যরকমের সময়। এই কলেজের কোনো উৎসব হলে আমার বেশ ভালো লাগে। মানুষ সব কিছুর মধ্যে একটা যোগসূত্র খুঁজে পায়। আমিও খুঁজে পেয়েছি। চাঁদপুর সরকারি মহিলা কলেজ আমার কাছে আপন একটি প্রতিষ্ঠান। এ কলেজের উন্নয়নমূলক কাজের জন্যে যা কিছু করণীয় তাই আমরা করবো। বেগম রোকেয়া নারীদের যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্নের বাস্তবায়ন এখন সরকার করছে । আমাদের নারীরা সব সংকটে সামনে থেকেছিলো। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত সব সংগ্রামে নারীরা এগিয়ে এসেছে।’

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন, চাঁদপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, জেলা আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শামসুল হক মন্টু পাটওয়ারী, মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মনোহর আলী, ডা. এসএম সহিদ উল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বিএম হান্নান, সাবেক সভাপতি শহিদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র লায়লা হাসান, মোহসিনা বেগম প্রমুখ।

শরীফুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট

 ।। আপডেট : ০৯:০০ পিএম, ০৮ জানুয়ারি ২০১৫, শুক্রবার
ডিএইচ