Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে এসএসসিতে ভালো করলেও দাখিলে ফলাফল বিপর্যয়
SSC Pass
ফাইল ছবি

হাইমচরে এসএসসিতে ভালো করলেও দাখিলে ফলাফল বিপর্যয়

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিনে হাইমচর উপজেলায় এইচএসসিতে স্কুল শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করলেও ফলাফল বিপর্যয় হয়েছে দাখিলে অংশ নেয়া মাদরাসা শিক্ষার্থীদের।

এসএসসি পরিক্ষায় উপজেলার ১১টি উচ্চ বিদ্যালয় হতে ৮৮৭জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৬৯৯ জন পাস করেছে। পাসের হার ৭৮.৮০%। এ প্লাস পেয়েছে ১৪জন। এর মধ্যে দূর্গাপুর উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ ৫টি এ প্লাস পেয়ে উপজেলায় সেরা ফলাফল অর্জন করেছে।

অপর দিকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল পরিক্ষায় উপজেলার ১০টি মাদরাসা হতে ৩১৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ১৭৩ জন। এ প্লাস নেই কোনো প্রতিষ্ঠানের। বিষয় কোড জটিলতায় ২টি মাদরাসার ৩৫জন শিক্ষার্থীর ফলাফল স্থগিত রেখেছে মাদরাসা শিক্ষা বোর্ড।

উপজেলার সেরা ফলাফল অর্জনকারী দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব পাল জানান, স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাকদের সমন্বিত এবং আন্তরিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন সম্বব হয়েছে। স্কুলের সফলতার ধারাবাহিকতার জন্য সবার সহযোগীতা চেয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

প্রতিবেদক : বিএম ইসমাইল

Leave a Reply