Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে জরাজীর্ণ ক্রীড়া সংস্থার ভবন : দুর্ঘটনার আশঙ্কা
মতলব দক্ষিণে জরাজীর্ণ ক্রীড়া সংস্থার ভবন : দুর্ঘটনার আশঙ্কা

মতলব দক্ষিণে জরাজীর্ণ ক্রীড়া সংস্থার ভবন : দুর্ঘটনার আশঙ্কা

চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার দ্বিতল ভবনের অবস্থা জরাজীর্ণ। যে কোন মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

ভবনটিতে রয়েছে ৬টি কক্ষ । নীচতলায় ৩টি কক্ষের মধ্যে ক্রীড়া সংস্থার অফিস কক্ষ, অফিসার্স ক্লাব ও একটি কক্ষ খালি রয়েছে।

দ্বিতীয় তলার ৩টি কক্ষের মধ্যে শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয়, উপজেলা পাঠাগার, একটি কক্ষ খালি রয়েছে।

১৯৮৬ সালে ২৫ সেপ্টেম্বর উপজেলা ক্রীড়া সংস্থার ভবনটি নির্মাণ করা হয়।

নির্মাণের পর অদ্যবধি পর্যন্ত কোন সংস্কারের কাজ হয়নি। শুধুমাত্র ভবনের বিভিন্ন স্থানে প্লাস্টার ও রং করা হয়েছে।

ভবনটিতে প্রবেশ করে দেখা যায় নীচ তলার পশ্চিম পার্শ্বের কক্ষটি ভেঙ্গে পুকুরে পড়ে গেছে। ছাদের আস্তর খসে পড়ে গিয়ে রড দেখা যাচ্ছে।

এদিকে ভবনটি জরাজীর্ণ হওয়ায় অফিস কার্যক্রম ব্যাহত হচ্ছে। যেকোন মুহূর্তে ভবনটি ধসে পড়ে গিয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

এতে মতলবের ক্রীড়া ও সাংস্কৃতি মনা কর্মীরা আতঙ্কে রয়েছে।

মতলব খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি গোলাম কাদের মুকুল চাঁদপুর টাইমসকে জানান, ‘মতলবরে ক্রীড়াঙ্গনের একমাত্র আশ্রয়ের স্থানটি যেভাবে ভেঙ্গে পড়ে আছে তা দ্রুত সংস্কার করা প্রয়োজন।’

ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, ‘ক্রীড়া সংস্থা ভবনটির জরাজীর্ণ অবস্থা লক্ষ্য করেছি। অচিরেই ভবনটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট: আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply