Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে অবৈধ ডেন্টাল ক্লিনিকে ডেন্টিস্ট যখন ডাক্তার!
মতলবে অবৈধ ডেন্টাল ক্লিনিকে ডেন্টিস্ট যখন ডাক্তার!
ফাইল ছবি

মতলবে অবৈধ ডেন্টাল ক্লিনিকে ডেন্টিস্ট যখন ডাক্তার!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সরকারি অনুমতি ও লাইসেন্স ছাড়াই ডেন্টাল কেয়ারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উপজেলার একটি মাত্র ডেন্টাল কেয়ারের লাইসেন্স থাকলেও অন্যগুলোতে নেই কোন অনুমতিপত্র।

এ ছাড়া কোন প্রতিষ্ঠানগুলো কখন থেকে কার্যক্রম শুরু করেছে এমন কোন তথ্য জানা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার মধ্যে ডেন্টাল ক্লিনিক রয়েছে ৭টি। এর মধ্যে মতলব বাজারেরে আহম্মদীয়া ডেন্টাল কেয়ারের লাইসেন্স রয়েছে এবং কার্যক্রম চালুর দিন তারিখ উল্লেখ রয়েছে। এটির কার্যক্রম শুরু হয় ১৯৮২ সালে এবং লাইসেন্স নং- ৫৫০ নবায়ন করা হয়েছে ২০১৬ সাল পর্যন্ত।

অপর ৬টি ডেন্টাল কেয়ারের একটিরও লাইসেন্স নেই। এর মধ্যে মতলব বাজারস্থ বিপ্লব ডেন্টাল কেয়ারের কার্যক্রম শুরু হয়েছে ২০১৪ সালে।

প্রবীর ডেন্টাল কেয়ারের কার্যক্রম শুরু হয়েছে ১৯৯০ সালে। কিন্তু এখনও কোনো লাইসেন্স করা হয়নি।

বিস্মিল্লাহ ডেন্টাল কেয়ার ম্যাক্সি স্ট্যান্ড। এর কার্যক্রম শুরু হয়েছে ২০১৬ সালে কিন্তু লাইসেন্স করা হয়নি।

অগ্রণী ব্যাংক মতলব বাজারের নীচ তলায় কুইক ডেন্টাল কেয়ার। এর কার্যক্রম শুরু হয় ২০১০ সালে কিন্তু লাইসেন্সপ্রাপ্ত হয়নি।

ইউনিক ডেন্টাল কেয়ার (মতলব হাই স্কুল রোডে) এর কার্যক্রম শুরু হয় ২০১৬ সালে। কিন্তু লাইসেন্স প্রাপ্ত হয়নি।

নারায়ণপুর বাজারে ২০০৩ সালে কার্যক্রম চালু হয় ভূঁইয়া ডেন্টাল কেয়ারের। কার্যক্রম চালুর ১৩ বছরের মধ্যেও লাইসেন্স করেনি।

ডেন্টাল ক্লিনিকের দু’একজন ব্যাতীত সকলেই তাদের নামের আগে ডেন্টিস্ট না লিখে ডাক্তার লিখে রোগীদের সাথে প্রতারণা করছে।

আবার কেউ ডেন্টালের (ডিডিটি-বিডিএ) কোর্স না করে এবং ভুয়া সনদ দিয়ে কার্যক্রম চালিয়ে আসছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সকল কার্যক্রমের বিষয়ে সঠিক তদারকি না করায় ডেন্টাল ক্লিনিকগুলোকে যে যার ইচ্ছে মতো কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়া ডেন্টাল ক্লিনিকের লাইসেন্স করতে হয় এ বিষয়ে তাদের ধারণা নেই ডেন্টাল ক্লিনিকগুলো ঘুরে এ ধরনের তথ্য পাওয়া যায়।

এ ব্যাপারে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোটা. ডা. এ কে এম মাহাবুবুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, ‘উপজেলার প্রত্যেকটি ডেন্টাল ক্লিনিকের লাইসেন্সের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যে সকল ডেন্টাল ক্লিনিকগুলোতে এখনো লাইসেন্স করেনি তাদের বিরুদ্ধে শীগ্রই ব্যবস্থা নেওয়া হবে।’

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১:০০ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply