Home / আন্তর্জাতিক / ফেসবুকে আত্মহত্যার ভূয়া পোষ্ট দেয়ায় গ্রেফতার-১

ফেসবুকে আত্মহত্যার ভূয়া পোষ্ট দেয়ায় গ্রেফতার-১

আন্তর্জাতিক ডেস্ক:

ফেসুবুকে আত্মহত্যার ভূয়া পোস্ট করার দায়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় তাকে তিন দিনের জন্য মানসিক রোগ হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতের নাম শেন টুস। তার বয়স ৪৮ বছর । তিনি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ম্যাটিওর বাসিন্দা। শেন পেশায় খণ্ডকালীন বৈদ্যুৎতিক কর্মী।

পুলিশের কাছে জবানবন্দীতে শেন জানান, তিনি ফেসবুকের আত্মহত্যা প্রতিরোধ কর্মসূচীর সত্যতা পরীক্ষা করতে চেয়েছিলেন। এজন্য তিনি নিজের ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, গ্লোডেন ব্রিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করবেন। তার এই পোস্টটি এক প্রতিবেশির নজরে এলে তিনি পুলিশকে খবর দেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

টুশ অবশ্য নিজেকে সুস্থ বলে দাবী করেন। তিনি মানসিক চিকিৎসা সেবা নিতেও অস্বীকার করেন।

এ ঘটনায় ফেসবুক টুশের অ্যাকাউন্ট লক করে দিয়েছে।

আত্মহত্যা প্রতিরোধে উদ্যোগ নিয়েছে ফেসবুক। এই উদ্যোগের অংশ হিসেবে কেউ ফেসবুকে আত্মহত্যামূলক কোনো পোস্ট দিলে তাকে উদ্ধারের জন্য উদ্ধারকর্মী পাঠানো হবে। কিংবা আইনপ্রয়োগকারী সংস্থার নজরে আনা হবে।