Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / জাতীয় মৎস্য সপ্তাহে হাজীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়
জাতীয় মৎস্য সপ্তাহে হাজীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জাতীয় মৎস্য সপ্তাহে হাজীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ এর ১৮ থেকে ২৪ জুলাই বিভিন্ন কর্মসৃচি নিয়ে হাজীগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৮ জুলাই) সকাল ১০ টায় উপজেলা মৎস্য দপ্তরে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনিরের সভাপতিত্বে মৎস্য সপ্তাহ নিয়ে দিকনিদের্শনামূলক বক্তব্য রাখেন, সদস্য সচিব উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মো. মাহমুদ মোস্তফা।

কর্মসৃচির উল্লেখযোগ্য হচ্ছে উপজেলার গুরুত্বপূর্ন সড়ক বাজারে মাইক যোগে প্রচারনা , ব্যানার,পোস্টার,লিফলেট বিতরন। উপজেলা পরিষদ হতে বর্ণাঢ্য র‌্যালি।

উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরন ও ই-সেন্টারে মাছ চাষী, মৎস্যজীবি, উদ্যোক্তা ও গন্য মান্য ব্যাক্তিদের নিয়ে আলোচনা সভাসহ প্রামান্য চিত্র প্রদর্শন।

তাছাড়া পুরো সপ্তাহের এক এক দিন এক এক বিষয়ে যথায় বর্তমান সরকারের মৎস্য সেক্টরের অগ্রগতি, ফরমালিন বিরোধী অভিযান, কোবাইল কোর্ট পরিচালনা, স্কুল/কলেজে মাছ চাষ বিষয়ক আলোচনাসহ সর্বশেষ সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরন করা হবে।

এ সময় হাজীগঞ্জের জাতীয় ও স্থানীয় পত্রিকার কর্মরত সাংবাদিকরা উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়

Leave a Reply