Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমএ ওয়াদুদ
sujatpur-nasaria-high-school

সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমএ ওয়াদুদ

চাঁদপুর মতলব উত্তর উপজেলার সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।

‘বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও মুক্তিযোদ্ধকে জানি’ ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে মুক্তিযুদ্ধের সাক্ষাতকার ও স্মৃতিচারণের প্রস্তুতি নিয়ে গতকাল ৩ অক্টোবর সকাল ১১টায় বিদ্যালয় পরিদর্শন কালে শিক্ষার্থীদের উদেশ্যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধচলাকালে এই সুজাতপুর স্কুল ও কলেজ মাঠে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিলো। এই ক্যাম্প থেকে মুক্তিযুদ্ধারা বিভিন্ন যুদ্ধে অংশ নিয়েছে। তোমরা মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহন কালে এই অঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাস আরো ভালো ভাবে জানতে পারবে।

তিনি আরো বলেন, মহান স্বাধীনতা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র নিয়ে আমাদের বিদ্যালয়ের লাইব্রেরিতে অনেক বই রয়েছে। তোমরা নিয়মিত বই পড়ার অভ্যাস করলে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আরো বেশী জানতে পারবে। যা তোমাদের ভবিষ্যতের শিক্ষা জীবনের জন্য কাজে আসবে।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার (সাংগঠনিক) মহাসীন পাঠান, সহকারী কমান্ডার (দপ্তর) ইয়াকুব আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল হাই, প্রধান শিক্ষক মো. শাহজালাল, দৈনিক মতলবের আলো প্রধান সম্পাদক কে এম মাসুদসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

স্টাফ করেসপন্ডেন্ট,