Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় অন্যের পুকুরে গোসল করায় মাদ্রাসার ছাত্রকে মারধর
student

কচুয়ায় অন্যের পুকুরে গোসল করায় মাদ্রাসার ছাত্রকে মারধর

চাঁদপুরের কচুয়া উপজেলার খিড্ডা গ্রামে অন্যের পুকুরে মাথায় শ্যাম্পু করে গোসল করায় এক মাদ্রাসার ছাত্রকে বেধম প্রহার করেছে পুকুর মালিক। এ ঘটনায় গুরুতর হামলার শিকার মাদ্রাসার ছাত্র মাহমুদুল হাসান (১৩)এর বড় ভাই মাহফুজ বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার খিড্ডা গ্রামের ক্বারী নজরুল ইসলামের ঢাকার আগারগাঁও শেরেবাংলা নগর এলাকায় মাদ্রাসা পড়–য়া পুত্র মো. মাহমুদুল হাসান বাড়িতে বেড়াতে এসে বৃহস্পতিবার দুপুরে পার্শ্ববর্তী কাজী বাড়ির পুকুরে শ্যাম্পু করে গোসল করতে যায়।

ক্বারী নজরুল ইসলাম ও বাদী মাহফুজ বলেন, পুকুর মালিক কাজী আব্দুল হাইয়ের ভাই মিজানুর রহমান পুকুরের মাটি ভাঙ্গা ও মাছের রেনু মারা যাওয়ার মিথ্যা অজুহাত দিয়ে প্রভাব খাটিয়ে শিশু বাচ্ছা মাহমুদুল হাসানকে গাছের ডালা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে অমানুষিক মারধর ও নির্যাতন করে।

তারা বলেন, এক বার নয়, পর পর দু বার তাকে ওই দিন মারধর করা হয়েছে এবং উল্টো আমাদের বাড়ীতে এসে মিজান তার ভাইদের ক্ষমতা দেখিয়ে হুমকী ও ভয়ভীতি দেখানো হচ্ছে।

পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুঁটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

থানায় অভিযোগের প্রেক্ষিতে কচুয়া থানার এসআই মো. আফসার উদ্দিন শনিবার(২৭ এপ্রিল) ঘটানাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের উপস্থিতিতে খিড্ডা গ্রামের অধিবাসী ফখরুল ইসলাম মাষ্টার, সাবেক ইউপি সদস্য মো. জামাল হোসেন, ডা. কাজী মহিব উল্লাহ, কাজী সুলতান আহমেদ, সিরাজুল ইসলাস, মিলন মিয়াসহ এলাকাবাসী মাদ্রাসা ছাত্র নির্যাতনকারী প্রভাবশালী নামধারাী মিজানুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এবং কিশোর ছাত্রের উপর অমানুষিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

স্টাফ করেসপন্ডেট
২৭ এপ্রিল ২০১৯