Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় গুনীজনদের কবর জিয়ারতে ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন
japan-awamiligue-jasim-uddin

কচুয়ায় গুনীজনদের কবর জিয়ারতে ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র প্রয়াত পিতা, চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্র্যাজুয়াট মরহুম আশেক আলী খান, মাতা সুলতানা বেগম, চাঁদপুর-১ কচুয়ার সাবেক সাংসদ অ্যাডভোকেট খন্দকার আব্দুল আউয়াল, সাবেক এমপি মরহুম মিজবাহ উদ্দীন খান,

উজানীর প্রয়াত পীর ক্বারী মোঃ ইব্রাহীম, মোবারক ক্বরীম ও সংবাদকর্মী মহসিন হোসাইনের প্রয়াত পিতা-মাতার কবর এবং তাঁর নিজের মা খাইরুন নেসার কবরসহ কচুয়ার বিভিন্ন গুনীজনদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দীন।

রোববার ২৯ সেপ্টেম্বর তিনি কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে গুনীজনদের কবর জিয়ারত করেন। তিনি এদিন সকালে ঢাকা থেকে পৌছে প্রথমে সকাল ১১ টায় উপজেলার পাথৈর ইউনিয়নের মালিগাও গ্রামে তাঁর নিজ মাতা খাইরুন নেসার কবর জিয়ারত করেন।

দুপুর ১ টায় উপজেলার গোলবাহারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র পিতা-মাতা ও কচুয়ার সাবেক সাংসদ ও মহীউদ্দীন খান আলমগীরের প্রয়াত বড় এর কবর জিয়ারত করেন।

৩ টায় উপজেলার হোসেনপুরে চাঁদপুর-১ আসনের সাবেক সাংসদ এ্যাড. আব্দুল আউয়ালের কবর জিয়ারত করে দুপুর সাড়ে ৩ টায় উজানীর প্রয়াত পীর ক্বারী ইব্রাহীম সাহেব ও মোবারক ক্বরীমের কবর জিয়ারত করেন।

কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার সর্বস্তরের জনগনের সাথে মতবিনিময় এবং কুশল বিনিময় করেছেন এবং ইঞ্জিনিয়ার মোঃ জসিমউদ্দীনকে ফুল দিয়ে বরন করে নেয় স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় ইঞ্জিনিয়ার মো. জসীমউদ্দীনের সাথে তাঁর সহধর্মীণী জাপান শাখা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রুজিনা জসীম, বড় ছেলে সিফাত জসীম, মেয়ে জয়া জসীম এবং ছোট ছেলে রাজিন জসীমসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জাপান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দীন গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের উদ্দেশ্যে স্বপরিবারে জাপান ত্যাগ করেন এবং ২৬ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, ২৯ সেপ্টেম্বর ২০১৯