Home / চাঁদপুর / সুশাসন নিশ্চিতে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ : চাঁদপুর জেলা প্রশাসক
Mazedur Rahman Khan..
চাঁদপুর জেলা প্রশাক মো. মাজেদুর রহমান খান (ফাইল ছবি)

সুশাসন নিশ্চিতে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রোববার ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে র‌্যালি ও জেলা প্রশাসকের কার্যালয়ে র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো:মাজেদুর রহমান খান বলেন, সুশাসন নিশ্চিতের জন্য তথ্য অধিকার আইন খুবই গুরুত্বপূর্ণ। সকল ধরণের অধিকারের ক্ষেত্রে তথ্য অধিকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি আরও বলেন, তথ্য অধিকার আইন সকল আইনের চেয়ে ব্যতিক্রম। আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। বাংলাদেশের সমস্ত সেবাদানকারী প্রতিষ্ঠানে এমনকি সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে তথ্যের দুয়ার উন্মুক্ত রয়েছে।যার ফলে মানুষের মাঝে তথ্য আইন ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।স্বচ্ছতা,জবাবদিহিতা ও সুশাসনের জন্য জাতির পিতার স্বপ্ন এবং প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা তা চাঁদপুর জেলায় শতভাগ সফল হবে। আর এজন্যে চাঁদপুরের সকল নাগরিকের সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি। আসুন, আমরা তথ্য আইন ব্যবহারের মাধ্যমে এমনকি নিজ নিজ প্রতিষ্ঠানের তথ্যকে উন্মুক্ত করার মাধ্যমে একটি সুন্দর সোনার বাংলা গড়ে তুলি।

তিনি তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নের জন্য তথ্য দাতা ও তথ্য গ্রহীতা উভয়ের প্রতি আহবান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে ও সহকারি কমিশনার আবিদা সিফাতের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর সনাক সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন প্রমুখ।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন-এর মাধ্যমে তথ্য অধিকার আইনের উপর আলোকপাত করেন টিআইবির এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা। এরপর, আলোচনা সভায় ‘‘তথ্য আবেদন ফরম’’ পূরণ বিষয়ক দশ মিনিটের একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।

এ সেশনে উপস্থিত সবার মধ্যে তথ্য আবেদন ফরম (ফরম-ক) সরবরাহ করা হয়। উপস্থিত অনেকেই আবেদন ফরম পূরণ করেন এবং সনাকের মাধ্যমে আবেদন ফরমগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সামসুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ কবির হোসেন, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ ফরিদ আহমেদ জেলা মার্কেটিং অফিসার এমএন রেজাউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে চাঁদপুরের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, কলেজের শিক্ষার্থীবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সচেতন নাগরিক কমিটি (সনাক)।

প্রতিবেদক : আনোয়ারুল হক, ২৯ সেপ্টেম্বর ২০১৯