Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ‘ঠুনকো অভিযোগে’ বৃদ্ধ মুক্তিযোদ্ধা কারাগারে : মুক্তির দাবিতে বিক্ষোভ
freedom-fighter-in-jail

ফরিদগঞ্জে ‘ঠুনকো অভিযোগে’ বৃদ্ধ মুক্তিযোদ্ধা কারাগারে : মুক্তির দাবিতে বিক্ষোভ

মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান বর্তমানে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য রব শেখ (৮০)। বর্তমানে বয়সের ভারে নুইয়ে পড় রব শেখকে কেউ চেনেন মুক্তিযোদ্ধা, শিক্ষক কিংবা জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে।

জীবন বাজি রেখে দেশ স্বাধীনের যুদ্ধে অংশ নিয়েই ক্ষান্ত হয়নি তিনি। পরে স্বাধীন এই দেশ ও মানুষের কল্যাণের স্বার্থে শিক্ষকতা, জনসেবা ও সমাজ সেবা মূলক বিভিন্ন কাজে অংশগ্রহণ করে ব্যপক সুনাম অর্জন করেছেন।

মুক্তিযোদ্ধা রব শেখ বর্তমানে তার বৃদ্ধ বয়সে চাচাত ভাইয়ের একটি দলিল ঘষামাজা মামলার আসামী হিসেবে কারাগারে রয়েছে। শুধু তাই নয়, ওই মামলায় রব শেখের বৃদ্ধা স্ত্রী ও দুই সন্তানকে আসামী করার পর মঞ্জু হৃদরোগে মারা যায়। এ নিয়ে ওই পরিবারটির মাঝে চরম আকারে হতাশা বিরাজ করছে।

মুক্তিযোদ্ধা রব শেখের বিরুদ্ধে তারই চাচাত ভাইয়ের দায়ের করা মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, রব শেখ নাকি দলিল ঘষামাজা করে জাল জালিয়তি ও প্রতারণার আশ্রয় নিয়ে ৯ শতাংশ জায়গা ভোগদখল করে আসছেন।

ভুক্তভোগীরা জানায়, হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে ক্রয় করা জায়গার মালিকানা নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে আপন চাচাত ভাই অ্যাড. জহিরের দায়ের করা একটি মামলার প্রধান আসামী হিসেবে তিনি এখন কারাগারে।

পরিবারের দাবি ক্ষমতা আর ষড়যন্ত্রের রোষাণলে পড়ে রব শেখকে বর্তমানে অন্যায় ভাবে জেল হাজতে আটক রাখা হয়েছে।

এদিকে মুক্তিযোদ্ধা রব শেখের আটকের খবর শুনে তার মুক্তির দাবিতে নিজ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয়রা।

খোজ নিয়ে জানা গেছে, উপজেলার পাইকপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা রব শেখ ও তার চাচাত ভাই আ্যড. জহিুরুল ইসলামের সাথে জায়গার মালিকানা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। এই বিরোধ মীমাংসার জন্য এক পর্যায়ে দুই পক্ষই সিদ্ধান্ত নেয়।

এরই মধ্যে আ্যড. জহিরুল ইসলামের সাথে সম্প্রতি রব শেখের ছেলে স্কুল শিক্ষক হাজ্জাজের সাথে কথা কাটাকাটি হয়। এতে করে দুই পক্ষের বিরোধ মীমাংসার উদ্যোগ ভেস্তে যায়। গত ২৩ সেপ্টম্বর মুক্তিযোদ্ধা রব শেখ আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাঁকে জেল হাজতে পাঠিয়ে দেয়।

মুক্তিযোদ্ধা রব শেখের বিরুদ্ধে জাল জালিয়তি ও প্রতারণা অভিযোগ এনে গত ১১ ফেব্রুয়ারি চাঁদপুরের আদালতে মামলাটি দায়ের করেন তারই চাচাত ভাই আ্যড. জহিুরুল ইসলাম।
সরেজমিনে গেলে এলাকার বেশ ক’জন জানায়, রব শেখ শুধু মুক্তিযোদ্ধাই নন। তিনি শিক্ষক ও জনসেবার যার রয়েছে অনন্য অবদান ।

রব শেখের ছেলে মোঃ হাজ্জাজ বলেন, আমার বাবা মুক্তিযোদ্ধা ছাড়াও দীর্ঘ ৬০ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভাবে জড়িত থাকার পাশাপাশি ১৭ বছর যাবত সততার মধ্যে থেকে ইউ পি চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। কোনদিন বাবার সুনাম ছাড়া দুর্নাম ছিল না। আমি যদি আমার চাচা আ্যাডঃ জহিরুল ইসলামের সাথে কোন বেয়াদবি করেই থাকি সেই জন্য আমাকে চাচার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ না দিয়ে ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্র করে আমার বাবা মুক্তিযোদ্ধা রব শেখকে জেলে পাঠাবো তা কখনো কল্পনা করিনি।

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী তার বক্তব্যে মুক্তিযোদ্ধা রব শেখের মুক্তি দাবি করে বলেন, নিজেদের পারিবারিক দ্বন্দ্বের মুক্তিযোদ্ধা রব শেখকে অপমান করা কোন শুভলক্ষণ নয় বলে আমি মনে করি। একই বক্তব্যে দিয়েছেন উপজেলা সেক্টর কমান্ডার ফোরামের সদস্য সচিব প্রফেসর তবিবুল্লা।

স্টাফ করেসপন্ডেন্ট, ফরিদগঞ্জ। ২৯ সেপ্টেম্বর ২০১৯