Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় মনোনয়ন দৌড়ে এগিয়ে অ্যাড. হেলাল
Advocate Helal Uddin

কচুয়ায় মনোনয়ন দৌড়ে এগিয়ে অ্যাড. হেলাল

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর কচুয়া উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাড.মো:হেলাল উদ্দীন উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে মনোনয়ন চান। বর্তমানে তিনি কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কচুয়া উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ছিলেন।

কচুয়া উপজেলা চেয়ারম্যান পদে প্রত্যাশী যে ক’জন প্রার্থী রয়েছে তার মধ্যে অ্যাড.হেলাল উদ্দীন মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন সূত্রে গুঞ্জন উঠেছে। ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে তিন জন প্রার্থীর তালিকার মধ্যে তার নামটিও রয়েছে বলে বিভিন্ন সূত্রে আলোচনা চলছে।

এ ব্যাপারে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড.হেলাল উদ্দীন চাঁদপুর টাইমসকে জানান,‘আমি বিগত ২৬ বছর ধরে কচুয়ায় ছাত্র ও যুব রাজনীতির মাধ্যমে সম্পৃক্ত রয়েছি। দীর্ঘ এ রাজনৈতিক সময়ে দলের কোনো না কোন পদে দায়িত্ব থেকে জননেতা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌছে দিয়েছি।’

তিনি বলেন, কচুয়ায় উপজেলা চেয়াম্যান পদে যে ক’জন প্রাথী রয়েছে সকলেই চেয়ারম্যান হওয়ার যোগ্য। বিশেষ করে কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিভিন্ন সময়ে দলীয় পদে দায়িত্ব থাকায় বিগত সময়ে কচুয়াবাসীর হয়ে সকল উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছি। আমার বিশ্বাস এসব কারণে ও যোগ্যতার মাপকাঠিতে মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আমাকে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনীত করবেন।’

তিনি জানান, ‘দলীয় ভাবে মনোনয়ন পেলে কচুয়াবাসী দলমত নির্বিশেষে আমাকে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন। আর জনগণের ভোটে নির্বাচিত হলে মাদক,সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করে একটি আদর্শ উপজেলা গঠনে কাজ করব।’

তবে সব মিলিয়ে কে হচ্ছেন কচুয়ায় নৌকার মাঝি এদিকেই তাকিয়ে আছে পুরো কচুয়া উপজেলাবাসী।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
২৩ ফেব্রুয়ারি,২০১৯