Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে কর্মদিবসে জাতীয় পতাকা ওড়েনি

হাজীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে কর্মদিবসে জাতীয় পতাকা ওড়েনি

সোমবার ০৮ জুন ২০১৫ :  ০৬:৫১ অপরাহ্ন

মেহেদি হাছান, হাজীগঞ্জ :

চাঁদপুর জেলার হাজীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে কর্মদিবসে জাতীয় পতাকা উড়তে দেখা যায়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে। তবে জাতীয় দিবসগুলোতে পতাকা উড়ে বলে জানান সাব-রেজিস্ট্রার আবু তালেব সরকার।

হাজীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসটি হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত। এ অফিসটিতে পৌরসভা ও পৌর এলাকার বাইরের ১২টি ইউনিয়নের সকল জমি রেজিস্ট্রি কাজ সম্পন্ন হয়। কিন্তু সরকারি এ অফিসটিতে দীর্ঘদিন ধরে জাতীয় পতাকা উড়েনি বলে স্থানীয়রা সংবাদকর্মীদের নিশ্চিত করেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, রোববার দুপুর পৌনে ১টার সময় সরকারি এ অফিসটির জাতীয় পতাকার স্ট্যান্ডটি খালি রয়েছে। পতাকা স্ট্যান্ডের মধ্যে রশি বাঁধা থাকলেও উড়তে দেখা যায়নি জাতীয় পতাকা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও হাজীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি মাহবুব উল আলম লিপন বলেন, এরা ঘুষ নিতে ব্যস্ত থাকে, পতাকা উড়ানোর সময় পায় না। আর যারা জাতীয় পতাকা উড়ায় না তারা দেশদ্রোহী।

সাব-রেজিস্ট্রার আবু তালেব সরকার এ বিষয়ে বলেন, উপজেলায় প্রশাসনিক প্রধান কার্যালয়ে পতাকা উড়ালেই চলে। আমরা জাতীয় দিবসগুলোতে পতাকা উড়াই। বিষয়টি আপনারা লিখেন না। লিখলে এটা আমাদের জন্য মানহানিকর বিষয়।

চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এমআরআর/২০১৫।

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।