Home / উপজেলা সংবাদ / চাঁদা না দেয়ায় হাজীগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ
chandpur news
প্রতীকী

চাঁদা না দেয়ায় হাজীগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

জহিরুল ইসলাম জয় :
হাজীগঞ্জে চাঁদা না পেয়ে মানবাধিকার কর্মী আবু তালেব লিঠনের উপর যুবলীগ কর্মীদের হামলার অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় সদর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আক্তার হোসেন ও সদস্য বোরহান উদ্দীনসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরনে জানা যায় গত ১৭ আগষ্ট ৫নং সদর ইউনিয়নের দোয়ালিয়া মারোয়ান বাড়ী ঈদগাহের সামনে মানবাধিকার কর্মী আবু তালেব লিঠনের উপর এ সন্ত্রাসী হামলা ঘটনা হয়। পরে আহত অবস্থায় আবু তালেব লিঠনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে আশা হয়।

আবু তালেব লিঠন বলেন, ‘আমার গ্রামের খোরশেদ আলম ও আবু সুফিয়ান সাহেবের বাড়ীতে বিদ্যুৎ সংযোগের জন্য মাপের কাজ করে আশার পথে আশার পথে ওয়ার্ড যুবলীগের সভাপতি আক্তার তার দলবল নিয়ে আমার কাছে প্রকাশ্যে চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে আক্তার হোসেন ও সদস্য বোরহান উদ্দীন অতর্কিত হামলা চালায়। এসময় আমার পকেটা থাকা নগদ ৪২ হাজার টাকাসহ মোবাইল সেট নিয়ে পালিয়ে যায় ।

এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতার সাথে যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাহআলম বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।’