Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর সফরমালীতে মাদক ও জঙ্গিবিরোধী ফটুবল টুর্নামেন্ট
soformali high

চাঁদপুর সফরমালীতে মাদক ও জঙ্গিবিরোধী ফটুবল টুর্নামেন্ট

চাঁদপুর সদরের ক্যাল্যাণপুর ইউনিয়নের সফরমালী উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত:জেলা মাদক,বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণ করে ৩নং ওয়ার্ড বনাম ৭নং ওয়ার্ড। খেলায় ১-০ গোলে ৭নং ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৩ নং ওয়ার্ড।

কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শাখাওয়াত হোসেন রনী পাটওয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.ওমর ফারুক সুমনের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.ওয়ালী উল্লাহ অলী। বিশেষ অতিথি ছিলেন সফরমালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুল কাসেম ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার এস আই বিল্পব,সহকারী শিক্ষক আব্দুল গনি,সদর উপজেলা যুবলীগের সদস্য ফরিদ আহমেদ খান,ইউপি সদস্য মমিনুল ইসলাম বেপারী, সালামত উল্লাহ খান,আব্দুল কাদের প্রধানীয়া, যুবনেতা মজিবুর রহমান ঢালী, হুমায়ন হাওলাদার । খেলায় পরিচালনা করেন সাইফুর রহমান রুবেল।

খেলার শুরুর প্রথামার্ধ থেকে উভয় দল গোল করার জন্য মরিয়া হয়ে উঠে। খেলা শুরু থেকে খেলোয়াড়রা আক্রামান্তকভাবে গোল করার লক্ষ্যে হাড্ডহাড্ডি লড়াই চালায়। কিন্তু প্রথামার্ধে কোনো দলের খেলোয়াড়রা গোল করতে পারেনি।

এদিকে খেলার শেষে হওয়ার কয়েক মিনিট আগে ৩নং ওয়ার্ডের খেলোয়াড় একটি গোল করে দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যায়। ফলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । রেফারির দায়িত্ব পালন করেন শাহাদাত হোসেন কাজী, ফোরকার ভূঁইয়া ও রাকিব ভূঁইয়া।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ১০:১০ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৭, বুধবার
ডিএইচ