Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / সকল ধর্মই মানুষের কল্যাণের কথা বলে : এসপি শামসুন্নাহার
সকল ধর্মই মানুষের কল্যাণের কথা বলে : এসপি শামসুন্নাহার
ফাইল ছবি

সকল ধর্মই মানুষের কল্যাণের কথা বলে : এসপি শামসুন্নাহার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সোমবার (১০ অক্টোবর) বিকেলে শ্রী শ্রী জগন্নাথ মন্দির পূজা মণ্ডপ পরিদর্শ করেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার ।

পরিদর্শন কালে উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সকল ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য এখানে এসেছেন। জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতাকারীরা দেশের শান্তি ও শৃংখলা বিনষ্ট করতে ব্যস্ত। সে দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। পার্শ্ববর্তী লোকদের গতিবিধির ওপর নজর রাখতে হবে। তাই যার যার অবস্থান থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। জঙ্গি, সন্ত্রাস ও নাশকতাকারীরা কখন,কোথায় কাকে আক্রান্ত করবে কেউ জানে না। তাই সকলকে সতর্ক রাখতে হবে। তাহলেই আমাদের দেশের শান্তি ও সম্প্রীতি কেউ বিনষ্ট করতে পারবে না।’

পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার ঘোষের সভাপতিত্বে ও জগন্নাথ মন্দিরের যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ ভৌমিকের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব থানার অফিসার ইনচার্জ মো. কুতুব উদ্দিন, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চন্দন সাহা প্রমুখ ।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ১০:২৭ পিএম, ১০ অক্টোবর ২০১৬, সোমবার
এইউ

Leave a Reply