Home / উপজেলা সংবাদ / হাইমচর / ‘রাস্তা বন্ধ’ করে ঘর নির্মাণ : হামলায় ৩ শিশু আহত
‘রাস্তা বন্ধ’ করে ঘর নির্মাণ : হামলায় ৩ শিশু আহত

‘রাস্তা বন্ধ’ করে ঘর নির্মাণ : হামলায় ৩ শিশু আহত

চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের কমলাপুরে শনিবার (২৩ জুলাই) ‘রাস্তা বন্ধ’ করে বসত ঘর নির্মাণকে কেন্দ্র করে ‘হামলায়’ প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ৩ শিশু আহত হয়েছে।

আহতরা হচ্চেন তাজুল ইসলাম কাজির ছেলে ১ম শ্রেণির ছাত্র মেহেদী হাসান, লোকমান রাড়ীর মেয়ে ২য় শ্রেণির ছাত্রী হাসি আক্তার, আবুল কালাম কাজির মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী ফাতেমা।

আহতরা হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উচ্চ আদালতে ‘নিষেধাজ্ঞা’ অমান্য করে হাইমচর উপজেলার কমলাপুর গ্রামের তাজুল ইসলামের বাড়ি যাওয়া রাস্তার ওপর আবুল হোসেন রাড়ি ঘর উঠাতে গেলে তাকে হাইমচর থানা পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

সে জের ধরে বেলা ২টায় ৩ শিশু বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে আ. সাত্তার গাজির স্ত্রী সুফিয়া বেগম, হোসেন রাড়ীর স্ত্রী মঞ্জুমা বেগম ও ইউসুফ রাড়ির স্ত্রী সাজু বেগম তাদের ওপর ‘হামলা’ চালিয়ে গুরুত আহত করে।

‘রাস্তা বন্ধ’ করে ঘর নির্মাণ : হামলায় ৩ শিশু আহত

About The Author

প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর

Leave a Reply