Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে ধনাগোদা নদীতে ‘অবৈধ জাগ’ উচ্ছেদ
Motlob Dokkhin
প্রতীকী

মতলবে ধনাগোদা নদীতে ‘অবৈধ জাগ’ উচ্ছেদ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ধনাগোদা নদীর শাহ্পুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ২০টি জাগ উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল ইসলামের নির্দেশে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ফারহানা আক্তার রুমার নেতৃত্বে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় এ অভিযান চালানো হয়।

এ সময় মৎস্য অফিসের ফিল্ড এসিসটেন্ট মো. শফিউল আলম, মতলব দক্ষিণ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খোরশেদ সহ সঙ্গিয় ফোর্স উপস্থিত ছিলেন।

পরে উচ্ছেদকৃত জাগগুলো বিনষ্ট করা হয়।

প্রসঙ্গত, নায়েরগাঁও এলাকার মো. জুলাহাস মিয়া, মো. রিপন, মো. দিদারসহ বেশ কয়েকজন মৎস্য আইন অমান্য করে নদীতে জাগ দিয়ে মাছ শিকার করে আসছে।

এ ঘটনায় এলাকার জেলেদের পক্ষে মনোরঞ্জন বাদী হয়ে অবৈধ জাগ উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জের বরাবর আবেদন করে।

সে প্রেক্ষিতে বৃহস্পতিবার অভিযান চালানো হয় এবং অভিযুক্তরা পালিয়ে যায়।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৮:০০ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply