Home / জাতীয় / ব্যাংকে করের হারটা একটুখানি বাড়িয়েছি : অর্থমন্ত্রী

ব্যাংকে করের হারটা একটুখানি বাড়িয়েছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ব্যাংকে আমানতের উপর কর ধার্য নতুন কিছু নয়। এটা আগে থেকেই ছিল। আমি শুধু করের হারটা একটুখানি বাড়িয়েছি।

মঙ্গলবার (৬ মে) সংসদে বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী অর্থ পাচারে আগামী মাস থেকে ব্যবস্থা নেবেন বলে জানান।

তিনি বলেন, অর্থ পাচার যেটা হয় সেটা বেআইনি। সেটা রুদ্ধ করার সুযোগ নেই। তবে যেটা আমরা করতে পারি, তা হচ্ছে পাচারের সুযোগ কমানো। আমরা এ বিষয়ে কিছু ব্যবস্থা নিচ্ছি। আগামী মাসের মধ্যেই এটা দেখা যাবে। সঞ্চয়পত্রের সুদের হার কিছুটা কমানো হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সাধারণত সঞ্চয়পত্রের সুদের হার বাজারের সুদের হারের থেকে একটু বেশি রাখা হয়। তবে খুব বেশি রাখা উচিত নয়। মার্কেট ইন্টারেস্ট রেটের থেকে কমপক্ষে দুই শতাংশ বা তার বেশি রাখা দরকার। সেই অনুযায়ী, এই রেট নির্ধারণ করা হবে। তবে এজন্য একটু সময় লাগবে। রেমিটেন্স কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, এটা শুধু বাংলাদেশের চিত্র নয়। আন্তর্জাতিকভাবেও কমেছে। গত ২রা জুন সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী।

এরপর থেকে ব্যাংক আমানত, আবগারি শুল্ক, সারচার্জসহ কয়েকটি বিষয় নিয়ে সমালোচনা শুরু হয়।

নিউজ ডেস্ট
আপডেট, বাংলাদেশ সময় ৮: ৩০ পিএম, ৬ জুন ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply