Home / চাঁদপুর / অনিয়মের দায়ে চাঁদপুরে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
অনিয়মের দায়ে চাঁদপুরে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

অনিয়মের দায়ে চাঁদপুরে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্যের দায়ে মঙ্গলবার (৬ জুন) বিকেলে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মহসীন উজ্জল।

জানা যায়, শহরের হাজী মহসীন রোড এলাকার আল ইমরান রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় ১৫ হাজার টাকা ও পুরান বাজার টাংঙ্ক পট্টি এলাকার মের্সাস মাসুদ ট্রেডার্সকে পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ভ্রাম্যমাণ আদালত ১ হাজার টাকা জরিমানা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মহসীন উজ্জল বলেন, জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হিরামনি, আবিদা সুলতানা, পাট অধিদপ্তর চাঁদপুরের মুখ্য পরিদর্শক মো. ইসমাইলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৮: ২০ পিএম, ৬ জুন ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply