Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ৫ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার
বিদ্রোহী

হাইমচরে ৫ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার

চাঁদপুরের হাইমচর উপজেলায় ৩ ইউনিয়নে নৌকার বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় হাইমচর ইউনিয়নে নাঈম সরকার, আব্দুল হক মোল্লাকে, নীলকমল ইউনিয়নে সউদ আল নাসের, আলগী উত্তরে মাকসুদ খান, হাবিবুর রহমান বেগকে অব্যাহতি প্রদানসহ বহিস্কার করার জন্য সুপারিশ করেছে হাইমচর উপজেলা আওয়ামী লীগ।

২১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় হাইমচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া ও সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী সাংবাদিকদের মাধ্যমে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য জানান, আসন্ন ৫ জানুয়ারী ইউপি নির্বাচনে হাইমচর উপজেলায় হাইমচর ইউনিয়নে ইউনিয়নে নৌকার প্রার্থীর বিরোধিতা করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি মঞ্জুরুল হক নাঈম সরকার, চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা আওয়ামী লীগ সদস্য আবদুল হক মোল্লা কে দলের সকল প্রাথমিক সদস্য পদ হতে অব্যাহতি সহ বহিস্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

নীলকমল ইউনিয়নে নৌকার প্রার্থীর বিরোধিতা করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক সউদ আল নাসের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় দলের সকল সদস্য পদ হতে অব্যাহতি সহ বহিষ্কার করার জন্য উপজেলা যুবলীগকে নির্দেশনাসহ সুপারিশ করা হয়েছে।

আলগী উত্তর ইউনিয়নে নৌকার প্রার্থীর বিরোধিতা করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মাকসুদ আলম খানকে দলের সকল পদ হত অব্যাহতিসহ বহিস্কার করার জন্য জেলা আওয়ামী লীগ এর কাছে সুপারিশ করা হয়েছে, চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদন্দিতা কারী জেলা যুবলীগ সদস্য হাবিবুর রহমান বেগকে বহিষ্কার করার জন্য জেলা যুবলীগ এর কাছে সুপারিশ করেছে হাইমচর উপজেলা আওয়ামী লীগ।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা সম্পাদক নজরুল ইসলাম ভোলা মাঝি, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, আলগী উত্তর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আতিক পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।

প্রতিবেদক: বিএম ইসমাইল, ২১ ডিসেম্বর ২০২১