Home / চাঁদপুর / চাঁদপুর লঞ্চ ঘাটে টিকেট জালিয়াতির দায়ে দু’কর্মকর্তার অর্থদণ্ড
mobile court

চাঁদপুর লঞ্চ ঘাটে টিকেট জালিয়াতির দায়ে দু’কর্মকর্তার অর্থদণ্ড

চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে টিকেট জালিয়াতির অপরাধে ঘাটের টিসি ও টিজিকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার(২৮ মে) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে সাধারণ যাত্রীদের কাছে হাতেনাতে ধরা খাওয়া এই দুজনকে সাজা দেয়া হয়।

ঘটনা সূত্রে জানা যায়, বিআইডব্লিউটিএর টিসি চাঁদপুর লঞ্চ টার্মিণাল ঘাটের যাত্রীদের টিকেট কাউন্টারে দায়িত্ব পালন করেন। তাকে সহযোগিতা করেন টিজি জাকির হোসেন। টিসি জহির উদ্দিনের যোগসাজসে টিজি জাকির হোসেন যাত্রীদের কাছে ৫ টাকামূল্যের বিক্রিত টিকেট ছিড়ে না ফেলে জাকির হোসেন নিজের কাছে কয়েক শতাধিক টিকেট গচ্ছিত রাখেন।

স্থানীয় জনতা জাকির হোসেনকে ধরে চ্যালেঞ্জ করলে তার পকেট থেকে প্রায় কয়েক শতাধিক বিক্রিত টিকেট উদ্ধার করে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দল্লাহ আল মাহমুদ জামানের কাছে নিয়ে যায়।

তখন তার নির্দেশে আরডিসি আজিজুনন্নাহার তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত বসিয়ে টিকেট কালোবাজারী করার অপরাধে টিসি জহির উদ্দিনকে ৫ হাজার টাকা ও টিজি জাকির হোসেনের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

প্রতিবেদক:আশিক বিন রহিম
২৮ মে ২০১৯