Home / উপজেলা সংবাদ / হাইমচর / গণতন্ত্র রক্ষার আন্দোলনে হান্নান শাহ’র ভুমিকা ছিল গুরুত্বপূর্ণ : মানিক
‘গণতন্ত্র রক্ষার আন্দোলনে হান্নান শাহের ভুমিকা ছিল গুরুত্বপূর্ণ’
বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক

গণতন্ত্র রক্ষার আন্দোলনে হান্নান শাহ’র ভুমিকা ছিল গুরুত্বপূর্ণ : মানিক

চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক শেখ ফরিদ আহমদ মানিক বলেন, ‘গণতন্ত্র রক্ষার আন্দোলনে হান্নান শাহের ভুমিকা ছিল গুরুত্বপূর্ন। তিনি ছিলেন বিএনপির পরীক্ষিত কর্মী বান্ধব নেতা। ’

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে বিকাল ৪টায় আলগী বাজার আদর্শ শিশু নিকেতন জুনিয়র হাইস্কুল মাঠে সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অবঃ) আ স ম হান্নান শাহ’র শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিকের পরিচালনায়, শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, ‘১/১১ এর সময় বিএনপির কান্ডারি হয়ে হান্নান শাহ অনেক জেল জুলুম সহ্য করেছেন। তার অকাল মৃত্যুতে বিএনপি এক দায়িত্বশীল অভিভাবক কে হারিয়েছে। তার হারিয়ে যাওয়ায় যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে সবাইকে সক্রিয় হয়ে কাজ করলে হান্নান শাহ’র আতœা শান্তি পাবে।’

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্লা সলিম, যুগ্ম আহবায়ক ও চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান মো. শফিকুজ্জামান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী গোলাম মোস্তফা, হাইমচর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ আবেদ মুনছুর বিশ্বাস, সদস্য সচিব সর্দার আ. জলিল, উপজেলা বিএনপি’র সদস্য হাজী ইসহাক মিয়া খোকন, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব হযরত আলী ঢালী, জেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক মাসুদ মাঝি, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান শেখ, প্রভাষক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক মো. ফজলুর রহমান , উপজেলা যুবদল আহবায়ক আজিজুল হক বাবুল, যুগ্ম আহবায়ক জহির মাঝি, উপজেলা ছাত্রদল আহবায়ক মোঃ সোলাইমান মিয়া প্রমূখ নেতৃবৃন্দ। এ সময় সভায় জেলা বিএনপি’ র নেতৃবৃন্দসহ হাইমচর উপজেলা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে হান্নান শাহ’র আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

: আপডেট, বাংলাদেশ সময় ০৯:০০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

‘গণতন্ত্র রক্ষার আন্দোলনে হান্নান শাহের ভুমিকা ছিল গুরুত্বপূর্ণ’

About The Author

প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর