Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় খেলাপী ঋণ আদায়ে কর্মীরা গ্রামে গ্রামে ছুটছেন
khelapi rin

কচুয়ায় খেলাপী ঋণ আদায়ে কর্মীরা গ্রামে গ্রামে ছুটছেন

চাঁদপুর কচুয়ায় যুবউন্নয়ন অধিদপ্তর হতে বিগত দিনে বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন গ্রামে বকেয়া ঋণ গ্রহণকারী গ্রাহকদের দীর্ঘদিন যাবৎ ঋণ পরিশোধ না করায় খেলাপী ঋণ আদায়ে মাঠে নেমেছে যুব উন্নয়ন অফিসে কর্মরত ন্যাশনাল সার্ভিস কর্মীরা।

বুধবার(১৩ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া উপজেলা যুবউন্নয়ন অফিসার মোঃ মাহবুব উল আলমের নেতৃত্বে কচুয়ার কোয়া, কোয়াচাঁদপুর, পলাশপুর, বালিয়াতলী, ৯নং কড়ইয়া ইউনিয়নে কড়ইয়া, নলুয়া, হায়াতপুরসহ বিভিন্ন গ্রামে খেলাপী ঋণ আদায়ে ঝটিকা অভিযান পরিচালনা করেন।

এসময় খেলাপী ঋণ আদায়ের জন্য খেলাপী ঋণ গ্রহীতার বাড়ি বাড়ি গিয়ে কচুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম খেলাপী সদস্যদের খেলাপী ঋণ পরিশোধ করার জন্য বিভিন্ন ন্যায় সঙ্গত পরামর্শ প্রদান করেন। তা না হলে উধ্বর্ততন কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে সরকারি টাকা আদায়ে আগামী কিছু দিনের মধ্যে ঋণ গ্রহণকারী (ঋণ খেলাপী) সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা (সার্টিফিকেট মামলা) নেয়া হবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বর্তমানে কচুয়া উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের বিগত দিনের প্রায় ৩০ লাখ টাকা ঋণখেলাপী (মাঠে) রয়েছে। খেলাপী ঋণ আদায়ের ব্যাপারে কচুয়া উপজেলা যুব উন্নয়ন আওতায় পঞ্চম পর্বের ন্যাশনাল সার্ভিসের সংযুক্তি প্রাপ্ত ন্যাশনাল সার্ভিস যুবউন্নয়ন অফিস কর্মরত কর্মীরা খেলাপী ঋণ আদায়ে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ন্যাশনাল সার্ভিস কর্মীদের সার্বিক প্রচেষ্টায় বেশ কিছু টাকা ইতিমধ্যে আদায় হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সিনিয়র ক্রেডিট সুপারভাইজার মোঃ শাহ্জাহান, মোঃ মফিজুল ইসলাম খান, ন্যাশনাল সার্ভিস যুবউন্নয়ন সংযুক্তি প্রাপ্ত কর্মী মোঃ আবু সাঈদ, মোঃ মহিন উদ্দিন ও মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
১৩ ফেব্রুয়ারি,২০১৯