Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ঘর পেয়ে খুশি ১৮ গৃহহীন পরিবার
ঘর

কচুয়ায় ঘর পেয়ে খুশি ১৮ গৃহহীন পরিবার

মুজিববর্ষ উপলক্ষে সরকারের ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ের আওতায় চাঁদপুরের কচুয়ায় নাউলা আশ্রায়ন প্রকল্পে ঘর পেয়েছেন আরও ১৮টি পরিবার। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে উপকারভোগীদের কাছে জমির দলিলসহ এসব ঘরের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠিত দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।

উপজেলা আইসিটি কর্মকর্তা মোশাররফ হোসেনের পরিচলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম,ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন,আলমগীর হোসেন,কবির হোসেন প্রমুখ।

এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম,মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান,উপজেলা প্রকৌশলী আব্দুল আলিম লিটন,উপজেলা সমাজসেবা অফিসার নাহিদ হাসান,মুক্তিযোদ্ধা আব্দুল মবিন,আনোয়ার সিকদার,সনতোষ চন্দ্র সেন সহ সরকারি দপ্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী শিক্ষক ও উপকার ভোগীগন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ মার্চ ২০২৩