Home / আন্তর্জাতিক / ‘সব উগ্র গোষ্ঠীই ইসলাম ধর্ম থেকে বহু দূরে’
সব উগ্র গোষ্ঠীই ইসলাম ধর্ম থেকে বহু দূরে

‘সব উগ্র গোষ্ঠীই ইসলাম ধর্ম থেকে বহু দূরে’

সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। সব উগ্র গোষ্ঠীই ইসলাম ধর্ম থেকে বহু দূরে। মুসলিম বিদ্বেষী শত্রুরা কিছু মুসলমানকে অস্ত্র দিয়ে ভ্রাতৃহত্যার ক্ষেত্র তৈরি করে বলে অভিযোগ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়্যেব এরদোগান।

তিনি আরও বলেন, মিয়ানমারে মুসলমানদের ওপর হত্যা-নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক সমাজ নিরব রয়েছে। আর পাশ্চাত্যের দেশগুলোও কোনো পদক্ষেপ নিচ্ছে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে অন্যায় বিশ্ব-ব্যবস্থা গড়ে উঠেছে তা এখনও অটল রয়েছে এবং বিশ্বের গুটি কয়েক দেশ সকল ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে।

তিনি বলেন, মুসলিম উম্মাহ সামাজিক বিষয়ে নতুন চিন্তা-চেতনা তুলে ধরে নি। এর ফলশ্রুতিতে মুসলমানেরা অন্যের সভ্যতা-সংস্কৃতিকে অন্ধভাবে অনুসরণ করছে। এ অবস্থা থেকে মুক্তির পথ খুঁজতে হবে।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১ : ০০ পিএম, ২২ অক্টোবর, ২০১৭ রোববার
এইউ

Leave a Reply