Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তি পৌর সভার উপলতা গ্রামে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম মোঃ কামাল হোসেন মোল্লা (৩০)।
কামাল হোসেন শাহরাস্তি পৌর সভার নাওড়া মোল্লা বাড়ির মৃত মোঃ আব্দুল মমিনের ছেলে।

নিহতের বড় ভাই নাওড়া বাজারের ব্যবসায়ী মোঃ শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বিকেলে কামাল হোসেন উপলতা গ্রামে গাছ কাটতে উঠে ডাল ভেঙে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিতিৎসক তার অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।’

শুক্রবার সকাল ১০ টায় সে মারা যায়। ওই দিন বিকেলে মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

জানাজা উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল, মোঃ মোশারফ হোসেন মুশু সহ এলাকার ধর্মপ্রান মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৩০ পিএম, ১৯ মে ২০১৭, শুক্রবার
ডিএইচ

শেয়ার করুন
x

Check Also

Akayed jongi

ঢাকায় আকায়েদ উল্লাহর স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি আটক

নিউ ...