Home / উপজেলা সংবাদ / কচুয়া / নৌকা বিজয়ী করতে ছাত্রলীগকে কাজ করতে হবে
Mohiuddin Khan Alamgir
ফাইল ছবি।

নৌকা বিজয়ী করতে ছাত্রলীগকে কাজ করতে হবে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠনের নেতকর্মীরা ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রতীককে বিজয়ী করতে নিরলস ভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কচুয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকীতে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। এ সরকার গণমানুষের সরকার, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠায় ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। তিনি আরো বলেন,

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জি. ইব্রাহিম খলিল বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজের পরিচালনায় বিশেষ অতিথির বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,

কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, প্যানেল মেয়র কামাল হোসেন অন্তর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভানেত্রী সুলতানা খানম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল,পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম দিপু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল প্রধান ও সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু

Leave a Reply