Home / সারাদেশ / ফরিদগঞ্জে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ সম্পন্ন
faridgonj book

ফরিদগঞ্জে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ সম্পন্ন

চাঁদপুর ফরিদগঞ্জে বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।

মঙ্গলবার(১ জানুয়ারি) সকালে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মোতালেব।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. মোশারফ হোসেন নান্নুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রাব্বানী পাটওয়ারীর পরিচালনায় উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর মো. জাকির হোসেন গাজী, প্রেসক্লাব ফরিদগঞ্জের সাধারণ সম্পাদক আতাউর রহমান সোহাগ, সংরক্ষিত পৌর কাউন্সিলর ফাতেমা বেগম।

এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। বছরের প্রথম দিনে বিদ্যালয়ের ৩৪৬জন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয় অতিথিরা।

বালিকা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ:

ফরিদগঞ্জ বালিকা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। সকালে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মো. মাহফুজুল হক।

মেয়র মাহফুজুল হক বলেন, ‘আদর্শ একাডেমীর সকল শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবন আদর্শ সর্ম্পকে জ্ঞানদান করতে হবে। স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন সর্ম্পকে জানলে শিক্ষার্থীরা সুন্দর জীবন ও রাষ্ট্রগঠনে উজ্জীবিত হবে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বই উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান মিয়া, পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মোহাম্মদ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মোতালেব।

এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। বছরের প্রথম দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয় অতিথিরা।

কাছিয়াড়া মহিলা আলিম মাদ্রাসায় বই বিতরণ:

কাছিয়াড়া মহিলা আলিম মাদ্রাসায় বই বিতরণ উৎসব পালিত হয়েছে। দুপুরে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মো. মাহফুজুল হক।

মাদ্রাসার অধ্যক্ষ মাও.জাকির হোসেনের সভাপতিত্বে বই উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। বছরের প্রথম দিনে মাদ্রাসার সকল শিক্ষার্থী হাতে নতুন বই তুলে দেয় অতিথিরা।

প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ
১ জানুয়ারি,২০১৯

Leave a Reply