Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে ই-নামজারী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
Motlob Dokkhin
প্রতীকী

মতলব দক্ষিণে ই-নামজারী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ভূমি অফিসে ই-নামজারী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন।

তিনি বলেন, ভূমি সেবা জনগণের দোরগোড়ায় অতি সহজে ও স্বল্প সময়ে পৌছে দেয়ার জন্য সর্বদা সজাহ থাকবে হবে। জনগনের সেবা দেয়া আপনাদের আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

তিরি আরও বলেন, ভূমি অফিসে এসে জনগন যাতে হয়রানির শিকার না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় ই-নামজারী ও ভূমি ব্যবস্থাপনা, ভূমি উন্নয়ন কর, খাস ভূমি ব্যবস্থাপনা, রাষ্ট্রিয় অধিগ্রহণ ও প্রজা স্বত্ত আইন-১৯৫০ এবং মুসলিম পারিবারিক আইন বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে আলোচনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্তকর্তা মো: সাহিদুল ইসলাম।

এ সময় মতলব পৌর ও বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপ সহকারী ভূমি কর্মকর্তা বৃন্দ প্রশিক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
৩০ এপ্রিল ২০১৯