Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় মাদক ব্যবসায়ী আটক
Arrest

কচুয়ায় মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর কচুয়ায় আলোচিত মাদক ব্যবসায়ী আলমগীর পাটওয়ারীকে (৪৭) ইয়াবাসহ আটক করেছেন পুলিশ।

বৃহস্পতিবর বিকেলে উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত:ওয়ালী উল্যাহ পাটওয়ারীর ছেলে মাদক ব্যবসায়ী আলমগীর পাটওয়ারীকে তার বাড়ির সামনের সড়ক থেকে ১শত ১৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিত্বে সহকারি পুলিশ সুপার কচুয়া সার্কেল শেখ মো: রাসেল, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে তিন মাদক মামলার আসামী আলমগীর পাটয়ারীর নিকট থেকে ইয়াবা ও বিক্রির নগদ ৪হাজার টাকা উদ্বার করে।

মাদক ব্যবসায়ী আলমগীর পাটওয়ারীর বিরুদ্ধে কচুয়া থানায় মাদকের ৩টিসহ ৪টি মামলা রয়েছে।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
৩ মে ২০১৯