Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃস্টে নির্মাণ শ্রমিক নিহত
electric
প্রতীকি ছবি

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃস্টে নির্মাণ শ্রমিক নিহত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃস্টে নির্মাণ শ্রমিক মোহাম্মদ জহির (২৭) নিহত হয়েছে। শুক্রবার (৩ মে ) সকালে হাজিগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জহির বলিয়া মিজি বাড়ির মাহবুব আলম কাঞ্চনের ছেলে। সে বিবাহিত ও তার স্ত্রী রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. মিরন মিয়া বলেন শুক্রবার সকালে বলিয়া গ্রামের বাড়ির মোহাম্মদ আমির হোসেন এর বিল্ডিং এর কাজ করছিল। এ সময় জহির বিল্ডিং এর তৃতীয় তলার ছাদে পানি দিতে গিয়ে বিদ্যুতের শর্ট সার্কিটে ছিটকে পড়ে। ওইসময় বিল্ডিং এর ছাদে জহির এর মাথায় রক্তক্ষরণ হয়। ঘটনাস্থলে জহির এর মৃত্যু হয়।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে , ২০১৯

ইন্টারনেট কানেকশন নেই