Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুরের শিশু বলৎকারের অভিযোগে রিকশাচালক আটক
চাঁদপুরের শিশু বলৎকারের অভিযোগে রিকশাচালক আটক

চাঁদপুরের শিশু বলৎকারের অভিযোগে রিকশাচালক আটক

চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নে ইদ্রিস নামের এক রিকশা চালকের হাতে আব্দুল আহাদ (৭) নামে এক মাদরাসা ছাত্র বলৎকারের শিকার হয়েছেন। ৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে ওই ইউনিয়নের মমিন বাড়ি মাদরাসা সংলগ্ন একটি বাগানে এ ঘটনা ঘটে।

বলৎকারের শিকার আব্দুল আহাদ ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খান বাড়ির সবুজ খানের ছেলে।

আহাদের নানা লেয়াকত আলী খান জানায়, আহাদ মমিন বাড়ি মাদরাসায় নার্সারিতে পড়ালেখা করে। বুধবার দুপুরে সে মাদরাসা থেকে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে খেলা ধুলা করতে বাড়ির সামনে বের হন। এসময় একই এলাকার রিক্সা চালক ইদ্রিস তাকে রিক্সায় চড়ে ঘুরানোর নাম করে তাকে মাদরাসার পাশে থাকা একটি বাগানে নিয়ে যায়।

সেখানে ইদ্রিস তাকে বলৎকার করে বলে আহাদের স্বজনরা জানায়। পরে শিশু আহাদ বলৎকারের বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। ঘটনা জানার পর আহাদের পরিবার তার চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করান।

এদিকে এমন জগন্যতম ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন রিক্সা চালক ইদ্রিসকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশে সোর্পদ করেছে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জানান, অপরাধীকে ধরে স্থানীয়রা পুলিশে সোর্পদ করেছে। থানার এস আই আবু হানিফ তাকে আটক করে এনে কোটে পাঠিয়েছেন।