Home / আন্তর্জাতিক / মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৪ বাংলাদেশির লাশ আসছে
4 Dead bodies

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৪ বাংলাদেশির লাশ আসছে

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৪ বাংলাদেশি শ্রমিকের লাশ অসছে বৃহস্পতিবার (২৬ অক্টোবর ) । পেনাং রাজ্যে বাংলাদেশ দূতাবাসের কন্স্যাল জেনারেল দাতো ইসমাইল নিহত ৪ শ্রমিকের মালিক পক্ষের সাথে কথা বলে আইনি প্রক্রিয়া শেষ করে কক্সবাজারের মো.আব্দুর রহমান ও মো.হোসেন মিয়ার বুধবার (২৪ অক্টোবর ) রাতে পেনাং থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগামিকাল বৃহস্পতিবার সকালে তাদের লাশ শাহজালাল বিমান বন্দরে পৌঁছুবে ।

মাগুরার নূর আলম ও যশোরের মনিরুল ইসলামের লাশ অন্য আরেকটি ফ্লাইটে শাহজালাল বিমান বন্দরে অবতরণ করবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

দূতাবাসের শ্রম কাইন্সেলর মো.সায়েদুল ইসলাম জানান,‘এ ধরনের বিপজ্জনক কর্মপরিবেশে কাজ করানোর ক্ষেত্রে নিয়ম কানুন কেন মেনে চলা হয় নি তার জবাব এবং উপযুক্ত ক্ষতিপূরণ আদায়ে মালিক পক্ষের সাথে আলোচনা চলছে।’

প্রসঙ্গত,২১ অক্টোবর মালয়েশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেনাং রাজ্যের জার্জটাউন এলাকায় একটি নির্মাণ প্রকল্পে ভূমিধসে এ ৪ জন বাংলাদেশি শ্রমিক নিহত হন।
মালয়েশিয়া থেকে বশির আহমেদ ফারুক
আপডেট,বাংলাদেশ সময় ৬:০০ পিএম,২৫ অক্টোবর ২০১৭,বুধবার
এজি

Leave a Reply