Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনী ও প্রশাসন
সেনাবাহিনী

হাজীগঞ্জে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনী ও প্রশাসন

কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রামণ থেকে সাধারণ জনগণকে রক্ষায় সামাজিক দূরত্ব বজায় রাখতে হাজীগঞ্জ উপজেলা ও বিভিন্ন শহরতলীতে এক হয়ে কাজ করছেন সেনাবাহিনী ও প্রশাসন।

গত কয়েক দিনে বিভিন্ন হাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ও সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার নেতৃত্বে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন সেনাবাহিনী।

রবিবার সকাল থেকে হাজীগঞ্জ বাজারে সেনাবাহিনী মাইকিং করে জনগণকে অহেতুক বাহিরে ঘুরাফিরা না করে ঘরে থাকার জন্য আহবান জানান।

এর পরে হাজীগঞ্জ বাজারসহ উপজেলার কয়েকটি বাজারে সামাজিক দূরত্ব তৈরী করতে বিভিন্ন দোকানের সামনে তিন ফুট দূরত্বে দাগ টেনে দেন।

এ সময় সামাজিক দূরত্ব বজায় না রেখে চলা এবং বাজারে বিনা কারণে চলা ফেরা করায় কয়েকজনকে জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার ও সহকারি ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,৫ এপ্রিল ২০২০