Home / উপজেলা সংবাদ / কচুয়া / নিষোধাজ্ঞা না মেনে কচুয়া পালাখাল বাজারে ক্রেতা বিক্রেতার সমাগম
করোনা ভাইরাসে

নিষোধাজ্ঞা না মেনে কচুয়া পালাখাল বাজারে ক্রেতা বিক্রেতার সমাগম

করোনা ভাইরাসে সরকারি ভাবে দোকান পাট ও বাজার বন্ধের নির্দেশ থাকলেও বন্ধ না রেখে চলছে ক্রেতা বিক্রেতান সমাগম। একদিকে যেমন করোনা ভাইরাসে আতংক সাধারন মানুষ অপর দিকে গনজামায়েত ও বাজারের লোকজনের সমাগমে ছড়াতে পারে করোনা ভাইরাস। সরকারি ভাবে নিষেধাজ্ঞা থাকার পরও মানছেন অনেকে।

এমন চিত্র দেখা যায় ৫ এপ্রিল রোববার দুপুরে পালাখাল বাজারে। শুধু পালাখাল বাজার নয় এমন অনেকে বাজার রয়েছে যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দেয়ার পরও পরবর্তীতে দোকান খুলে বসছে দোকানীরা।

নাম প্রকাশে অনিশ্চুক অনেকে বলেন, প্রতিদিন খাবারের জন্য বাজার করা প্রয়োজন। কিন্তু মহামারী করোনায় তা নিয়ম মেনে করা দরকার। এ ব্যাপারে মানুষ সচেতন না হলে কোন কিছু করা যাবেনা। তাই নিজ থেকে সকলে সচেতন হবে।

পালাখাল বাজারে সাধারন জনগন গণজময়াতের খবর পেয়ে কচুয়া থানা পুলিশ বাজারে এসে বাজার মুখী মানুষকে সরিয়ে দেন। বিকেলে গুড়ি বৃষ্টি ও সন্ধ্যা ঘনিয়ে যাওয়ায় বাজার ক্রেতা শূন্য হয়ে যায়। তবে পরবর্তী বুধবার বাজার দিন যাতে বেশি জনসাধারন সমাগম না হতে পারে সেদিকে প্রশাসনের নজরদারী প্রয়োজন বলে মনে করছেন সচেতন এলাকাবাসী।

স্টাফ করেসপন্ডেট,৫ এপ্রিল ২০২০