Home / চাঁদপুর / ‘সুন্দর সমাজ বিনির্মাণে আলেমদের ভূমিকা রয়েছে’
‘সুন্দর সমাজ বিনির্মাণে আলেমদের ভূমিকা রয়েছে’

‘সুন্দর সমাজ বিনির্মাণে আলেমদের ভূমিকা রয়েছে’

আমাদের সন্তানদের ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিয়ে তাদের জঙ্গি বানাতে না পারে সেদিকে নজর রাখতে হবে। একটি সুন্দর সমাজ বির্নিমাণে আলেমদের ভূমিকা রয়েছে। : কথাগুলো বলেছেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল হাই

দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলেম সমাজের করণীয় বিষয়ে চাঁদপুর জেলার মাদ্রাসার অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদ কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা সোমবার (২৫ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হাই বলেন, সম্প্রতিক সময়ে বিশ্বব্যাপি অপত্যাশিত কিছু ঘটনায় মুসলমানরা তাদের ইমেজ সংঙ্কটে পড়েছে। বিশ্বের সকল দেশে যেসব জঙ্গি হামলা ঘটনানো হচ্ছে তার সবগুলোতে মুসলিম যুবকদের ব্যবহার করা হচ্ছে। সারা বিশ্বে জঙ্গি হামলায় যতো মানুষ মারা যাচ্ছে তার ৯৯ ভাগ হচ্ছে মুসলিম। এতে প্রমানিত হয় জঙ্গিরা কখনই ইসলাম ধর্মের অনুসারী না। এরা মূলত ইসলামকে কলংকিত করতে জঙ্গি হামলার নামে মানুষ হত্যা করছে। অথচ ইসলাম কখনোই মানুষ হত্যাকে সর্মর্থন করেনি। তাই এ ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। যাতে করে কোনো একটি চক্র ইসলামের নাম ব্যবহার সমাজের শান্তি বিনষ্ট করতে না পারে।’

তিনি আরো বলেন, ‘ইসলাম হলো শান্তি ও মানবতার ধর্ম। যুগে যুগে মানবতা দিয়ে ইসলাম প্রচার করা হয়েছে। তাই আমাদেরকে একমাত্র শান্তি ও মানবতার বানি প্রচারের মাধ্যমে ইসলাম প্রচার করতে হবে। আপনারা যারা মাদ্রাসার শিক্ষক তাদের মনে রাখতে হবে যে, বাবা মা-তার সন্তানকে আমানত হিসেবে আপনাদের দিয়েছে। এই আমানতের দেখভালের দায়িত্ব আপনাদের। প্রতিটি শিক্ষার্থীদের প্রতি আপনাদের নজরদারি বাড়াতে হবে। যেসব শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকে তাদের দিকে বেশি করে নজরদারি রাখতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার সাথে ইংরেজীকেও গুরুত্ব দিতে হবে। কারণ আপনার মাদ্রাসার শিক্ষার্থীও একদিন প্রশাসনের উচ্চ পদে চাকরি করতে পারে।’

তিনি আরো বলেন, যেহেতু আমি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মাদ্রাসার পরিচালনা পর্ষদে রয়েছি সেহুতো এখানে রাষ্ট্র বিরোধী কোনো কাজ হলে এর দ্বায় আমার উপরও পড়বে। কেউ যাতে আমাদের সন্তানদের ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিয়ে তাদের জঙ্গি বানাতে না পারে সেদিকে আপনাদের নজর রাখতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত একটি সুন্দর সমাজ বির্নিমাণে আলেমদের ভূমিকা রয়েছে। আমি তাই এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।’

সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সদর উপজেলা শিক্ষা অফিসার একেএম সাইফুল হক, চান্দ্র ছামাদীয়া মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম মহিব উল্যাহ, রাজারগাও দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আনিসুর রহমান, রামপুর রশিদীয়া সিদ্দিকীয়া মাদ্রাসার অধ্যক্ষ শফিকুর রহমান, হাজীগঞ্জ আহম্মদীয় কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. হিফজুর রহমান প্রমুখ।

এসময় চাঁদপুর জেলার সদর ও বিভিন্ন উপজেলার সকল মাদ্রাসার অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

‘সুন্দর সমাজ বিনির্মাণে আলেমদের ভূমিকা রয়েছে’

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply