Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে রোগীর অভিযোগ
শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে রোগীর অভিযোগ

শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে রোগীর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানিক লাল মজুমদারের বিরুদ্ধে রোগির সাথে ‘অসদাচরণ’ করার খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রোগীর পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর দুপুর ১ টার দিকে বলশিদ গ্রামের শামসুন্নাহার চিকিৎসার পরামর্শ নিতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানিক লাল মজুমদারের নিকট আসেন। এসময় তিনি রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে তাকে ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করেন।

শামসুন্নাহার ব্যবস্থা পত্রটি স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটে অবস্থিত ঔষধের দোকানে গেলে দোকানদার ব্যবস্থা পত্রে লেখা ঔষধের নাম পড়তে না পেরে শামসুন্নাহারকে ডাক্তারের নিকট পাঠিয়ে দেন।

তিনি ব্যবস্থাপত্রটি নিয়ে ডাক্তারের নিকট গেলে ডা. মানিক লাল মজুমদার অসৎ আচরণ ও খারাপ ভাষা ব্যবহার করে শামসুন্নাহারকে ডাক্তারের কক্ষ থেকে বের করে দেন।

এরপর শামসুন্নাহারের ছেলে মো. আশ্রাফুল আলম এ বিষয় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে ডা. মানিক লাল মজুমদার চাঁদপুর টাইমসকে জানান, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি, এটি বিচ্ছিন্ন ঘটনা।’

শাহরাস্তি করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply