Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে মাদক বহনের দায়ে ৩ বছরের কারাদন্ড
karaghar-chandpur
চাঁদপুর জেলা কারাগার (ফাইল ছবি)

শাহরাস্তিতে মাদক বহনের দায়ে ৩ বছরের কারাদন্ড

শাহরাস্তিতে মাদক বহনের অপরাধে এছহাক মিয়া (৩২) নামে এক যুবককে ৩ বছরের সশ্রম কারাদ ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন। সাজাপ্রাপ্ত এছহাক কচুয়া উপজেলার কাচকামতা গ্রামের মো.শামছুল হকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়,২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি শাহরাস্তি থেকে ৩৯ বোতল ফেন্সিডিলসহ এছহাককে আটক করে পুলিশ। সে ওই এলাকায় দীর্ঘদিন মাদক বিক্রি করে আসছিলো। ওই ঘটনায় শাহরাস্তি থানার তৎকালীন উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় এছহাকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সরকার পক্ষের আইনজীবী অ্যাড.সাইয়েদুল ইসলাম বাবু ও এপিপি অ্যাড. দেবাশীষ কর মধু জানান,মামলাটি দীর্ঘ ৪ বছরের অধিক সময় চলমান অবস্থায় সাক্ষ্যপ্রমাণ গ্রহণ করে আদালত। আসামী নিজে অপরাধ স্বীকার করায় তার উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ৩-এর ক ধারায় বিচারক এ রায় দেন। আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড.শেখ মো.জাহাঙ্গীর।

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ১২ :০১ পিএম,১ ডিসেম্বর ২০১৭,শুক্রবার
এজি

Leave a Reply