Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, কৃষকদের মাঝে ক্ষোভ
ড্রেজারে

শাহরাস্তিতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, কৃষকদের মাঝে ক্ষোভ

চাঁদপুরের শাহরাস্তিতে প্রশাসনের নানামুখী পদক্ষেপ সত্বেও ড্রেজারে মাটি উত্তোলন বন্ধ হচ্ছে না। ১৪ আগস্ট রোববার উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের গ্রীণ রোডের মাথায় দুলালের ব্রিক ফিল্ড ও ডাকাতিয়া নদী, ইরিগেশন প্রকল্প সাথে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ঘটনাটি নজরে আসে।

কৃষক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাঠের টামটা পশ্চিমপাড়া নোয়াবাড়ি নিবাসী আব্দুল বারেকের পুত্র সাদ্দাম হোসেন (৩২) ফসলি জমিতে ড্রেজার মাটি উত্তোলন করে এ কাজ চালিয়ে আসছে। ড্রেজার স্থাপন করা ভূমিটি তার ও সহদরদের দাবি করে শেখান থেকে নিয়ম-নীতিহীনভাবে বালি উত্তোলন করে স্থানীয় পর্যায়ে বিভিন্নভাবে বিক্রি করে আসছে। এতে স্থানীয় কৃষক ও জমির মালিকরা তাকে এ কাজে বাধা দিলে সে নিয়ম-নীতির তোয়াক্কা না করে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। এ কাজে তাকে স্থানীয় সংবাদ কর্মীরা ছুটে গেলে ড্রেজার মালিক ও তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে যায়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত জমি মালিক ও স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।

প্রতিবেদক: জামাল হোসেন, ১৫ আগস্ট ২০২২