Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ার রহিমানগর বাজার বন্ধ ও পালগিরি লকডাউন ঘোষণা
রহিমানগর বাজার

কচুয়ার রহিমানগর বাজার বন্ধ ও পালগিরি লকডাউন ঘোষণা

চাঁদপুরের কচুয়া উপজেলার অন্যতম ব্যবসার প্রাণকেন্দ্র রহিমানগর বাজার ১৫ জুন সোমবার থেকে ২২ জুন সোমবার পর্যন্ত ৮ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।

রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুস সালাম সওদাগর জানান, আমরা উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জের সাথে পরামর্শক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন শাহরিয়া শাহীনসহ মিটিং করে সোমবার (১৫জুন) থেকে ৮ দিন লকডাউন ঘোষণা করেছি। এ ৮ দিন ওষুধের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ বলেন, ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাদের সহযোগিতা করবো।

এদিকে উপজেলার গোহাট উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পালগিরী গ্রাম লকডাউন করা হয়েছে। ১৪ জুন রোববার থেকে এ লকডাউন কার্যকর করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজসহ বিভিন্ন পর্যায়ের মানুষের পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ।

ইউএনও বলেন, পালগিরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডটি লকডাউন করা হয়েছে। তিনি বলেন, এটি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত এসেছে এবং এলাকার জনগণের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই ওয়ার্ডটিতে ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া ওয়ার্ডেটিতেই মারা গেছেন চেয়ারম্যানসহ ৪ জন। এ কারণে এলাকাতে প্যানিক ছড়িয়ে গেছে।

এ বিষয়ে গোহট উত্তর ইউপি প্যানেল চেয়ারম্যান মনির হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ ও থানা অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহর নির্দেশক্রমে ৫নং-ওয়ার্ডের ১২টি সড়ক পথে বেঁড়ী দিয়ে লাল নিশানা টাঙিয়ে লকডাউন ঘোষণা করেছি। লকডাউনে থাকা মানুষের যে কোনো সমস্যা দেখভাল করার জন্য আমরা স্বেচ্ছাসেবি টিমও গঠন করেছি তারা সহযোগীতা করবে।

এ সময় উস্থিত ছিলেন, কচুয়া থানার এসআই তাজুল ইসলাম, আমজাদ হোসেন, এ-এসআই সাইদুল ইসলাম, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক কবির হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হান সজিব অনিক ও মাস্টার শিপনসহ আরো অনেকে।

প্রসঙ্গত, গত মাসে করোনা আক্রান্ত হয়ে এ গ্রামে মারা যান স্বেচ্ছাসেবক লীগ নেতা। পরবর্তীতে তার বৃদ্ধ মা-বাবাও মারা যান। আর গত সপ্তাহে মারা যান গোহট উত্তর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল হাই মুন্সী।

কচুয়া করেসপন্ডেন্ট, ১৪ জুন ২০২০