Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ‘মুক্তিযোদ্ধাদের অস্তিত্ব ও স্বাধীনতা রক্ষায় নৌকায় ভোট দিন’
safik boat

‘মুক্তিযোদ্ধাদের অস্তিত্ব ও স্বাধীনতা রক্ষায় নৌকায় ভোট দিন’

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, ‘ বিশ্বের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে অংশ নেয়া বীর সেনানীদের মর্যাদা চির অম্লান হয়ে আছে। মুক্তিযোদ্ধাদের মৃত্যু নেই। তাঁরা যুগের পর যুগ আমাদের মাঝে সমাদৃত।

রোববার (২৩ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব বলেন।

জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর পরবর্তী সরকারগুলো মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দূরের কথা, কোনো ধরনের সহায়তা করেন নি। বাংলাদেশ আওয়ামী লীগ’ই একমাত্র দল যারা ক্ষমতায় এসে যথাযথ সম্মানসহ মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। স্বাধীনতার সূর্য সন্তানদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সালাম, সম্মানি ভাতা প্রদানসহ তাদের সন্তান ও পরবর্তী প্রজন্মদের চাকুরি সুবিধা দিয়েছেন আওয়ামী লীগ সরকার।

মুক্তিযোদ্ধারা অবহেলিত নয় বরং সমাজে সম্মানের সাথে মাথা উঁচু করে রয়েছেন। তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অর্জিত স্বাধীনতা রক্ষায় ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট প্রদান করা প্রতিটি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের দায়িত্ব। ফরিদগঞ্জে আমরা নৌকার বিজয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করবো। একই সাথে মুক্তিযোদ্ধাদের অস্তিত্ব ও অর্জিত স্বাধীনতা রক্ষায় আগামি ৩০ ডিসেম্বর নৌকা মার্কা ভোট দিন।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্ল্যাহ তপাদারের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডারের সরোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক জাহিদুজ্জামান ফারুক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহামদুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর,

ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর,জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাফিজ উদ্দিন, সহকারী কমান্ডার মহসীন পাঠান, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা,আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য খাজে আহাম্মদ মজুমদার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ প্রমুখ।

প্রতিবেদক : শরীফুল ইসলাম
২৩ ডিসেম্বর ২০১৮ , রোববার

Leave a Reply