Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে বিয়ের আসরে ‘চাঁদা দাবির’ প্রতিবাদ করায় হামলা
মতলবে বিয়ের আসরে ‘চাঁদা দাবি’ : প্রতিবাদ করায় হামলা
আহত সুজন ফকির

মতলবে বিয়ের আসরে ‘চাঁদা দাবির’ প্রতিবাদ করায় হামলা

মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামে বিয়ের আসরে ‘চাঁদা দাবির’ প্রতিবাদ করায় পিতা ও পুত্রের ওপর ‘হামলার’ খবর পাওয়া গেছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় উপাদী গ্রামের লেদু ফকিরের মাজারে উত্তর পার্শ্বে একটি চা দোকানের নিকট এ হামলার ঘটনা ঘটে।

এতে সুজন ফকির (১৮) ও তার পিতা মানিক ফকির (৪২) আহত হয়েছে।

এরমধ্যে সুজন ফকিরকে রক্তাক্ত যখম অবস্থায় মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং মানিক ফকিরকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৪/৫ দিন পূর্বে উপাদী গ্রামের কুদ্দুছ মিয়ার কন্যার বিয়েতে স্থানীয় ক’যুবক ‘৩০ হাজার টাকা চাঁদা’ দাবি করে।

ওইসব যুবকদের বিরুদ্ধে প্রতিবাদ করে মানিক ফকিরের ছেলে সুজন। এই ঘটনার রেশ ধরে ওই দিন রাতে সুজন চা দোকানের নিকট দাঁড়িয়ে থাকলে পিছন থেকে এলাকার আমান উল্লাহ ফরাজী, আল আমিন ফরাজী, আলাউদ্দিন ফরাজী ও রশিদ ঢালীসহ বেশ ক’জন যুবক ‘রড ও লাঠিসোটা নিয়ে হামলা’ করে। এতে সুজনের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম হয়।

তার ডাকচিৎকারে সুজনের বাবা মানিক ফকির এগিয়ে আসলে তার ওপরও হামলা করে।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।

এ ঘটনায় মানিক ফকির বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১:০০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply