Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুরে কৃষি সম্প্রসারণ বাতায়ন পাইলটিং সম্পৃক্তকরণ সেমিনার
DSC04787

চাঁদপুরে কৃষি সম্প্রসারণ বাতায়ন পাইলটিং সম্পৃক্তকরণ সেমিনার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রামের আয়োজনে ও চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় দেশব্যাপি “কৃষি সম্প্রসারণ বাতায়ন”এর মাসব্যাপি পাইলটিং সম্পৃক্তকরণ সেমিনার মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সফিকুল ইসলাম ।

তিনি বক্তব্যে বলেন,বর্তমান সরকার কৃষি বন্ধব সরকার । এ সরকারের আমলে দেশে কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। কৃষিক্ষেত্রে দেশ অনেক এগিয়েছে। এখন দেশ খাদ্য স্বয়ংসর্ম্পূন। শস্য উৎপাদনে কৃষিকরা অনেক সফলতা অর্জন করেছে। তারা জৈব সার ব্যবহার করার কারনে শস্য উৎপাদন বৃন্ধি পাচ্ছে।কৃষি জমির সংখ্যা কমে গেলেও প্রযুক্তি ব্যবহার করে শস্য উৎপাদন বৃদ্ধি করছে। কৃষকদের সফলতা সাধারণ মানুষের কাছে পৌছে দেয়ার জন্য মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটুআই প্রোগ্রামের মাধ্যমে কৃষি বাতায়ন চালু করেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আলী আহম্মদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. শাহাজাহান মিয়া প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ দিল আতিয়া পারভীন।

প্রজেক্টরের মাধ্যমে কৃষি বিভাগের বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই’র প্রোগ্রামার মো:সামিউর রহমান, আহমেদ রিজভী ।

সদর উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল মান্নান মিয়ার পরিচালনায় সেমিনারে অংশগ্রহণ করেন সাংবাদিক, ইউপি চেয়ারম্যান,সচিব, জনপ্রতিনিধি ,মেম্বার, কৃষি সম্প্রসারণ দপ্তরে বিভাগের কর্মকর্তাসহ কৃষকবৃন্দ।

প্রতিবেদক- আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ ১০ :৩৩ পিএম, ১৪ নভেম্বর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply