Home / তথ্য প্রযুক্তি / নিবন্ধনের জন্য ১৭১৭টি অনলাইন পত্রিকার আবেদন
নিবন্ধনের জন্য ১৭১৭টি অনলাইন পত্রিকার আবেদন

নিবন্ধনের জন্য ১৭১৭টি অনলাইন পত্রিকার আবেদন

রোববার ২৬ জুন জাতীয় সংসদে সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ১ হাজার ৭ শ’ ১৭টি অনলাইন পত্রিকা নিবন্ধনের জন্য তথ্য অধিদফতরে আবেদন করেছে। বর্তমানে অনুমোদিত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের সংখ্যা ৪১টি, অনুমোদিত এফএম বেতারের সংখ্যা ২৮টি, অনুমোদিত কমিউনিটি রেডিওর সংখ্যা ৩২টি এবং দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ৮৬টি ।

অনলাইনভিত্তিক টিভি চ্যানেল, অনলাইন রেডিও, অনলাইন পত্রিকার প্রকৃত সংখ্যা তথ্য মন্ত্রণালয়ে বর্তমানে লিপিবদ্ধ নেই। অবৈধ ও অনিবন্ধিত অনলাইনভিত্তিক টিভি চ্যানেল, অনলাইন রেডিও, অনলাইন পত্রিকাগুলোকে বিধি-বিধানের আওতায় আনয়নসহ দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নসহ সরকার নিবন্ধন কার্যক্রম হাতে নিয়েছে।

এ উদ্দেশ্যে সরকার অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৬’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে অনলাইনভিত্তিক পত্রিকা, রেডিও, টিভি চ্যানেলগুলো নিবন্ধন কার্যক্রমের আওতায় আনার জন্য আবেদন দাখিলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তথ্যমন্ত্রী আরো জানান, ওই বিজ্ঞপ্তিতে ইতোমধ্যে ১ শ’৫টি অনলাইন টিভি চ্যানেল, ১৮টি অনলাইন রেডিও এবং ১ হাজার ৭ শ’১৭টি অনলাইন পত্রিকা নিবন্ধনের জন্য তথ্য অধিদফতরে আবেদন করেছে।

সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীর অপর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে ১ হাজার ৮৬টি দৈনিক পত্রিকা রয়েছে। তার মধ্যে ৪ টি জেলায় একটি করে পত্রিকা রয়েছে। অন্যদিকে লালমনিরহাটে কোনো দৈনিক পত্রিকা নেই। সবচেয়ে বেশি দৈনিক পত্রিকা রয়েছে ঢাকা জেলায়। এখানে দৈনিক পত্রিকার সংখ্যা ৪শ’২টি।

সংসদে মন্ত্রীর দেয়া তথ্যানুসারে জেলাভিত্তিক পত্রিকার সংখ্যা- ঢাকা ৪০২, গাজীপুর ৮, মানিকগঞ্জ ৬, মুন্সীগঞ্জ ১, নরসিংদী ৭, ময়মনসিংহ ৩, কিশোরগঞ্জ ৯, নেত্রকোনা ৪, জামালপুর ১৫, শেরপুর ১, টাঙ্গাইল ১২, ফরিদপুর ১৮, গোপালগঞ্জ ১৪, মাদারীপুর ৬, রাজবাড়ী ৪, শরীয়তপুর ৭, চট্টগ্রাম ৩৫, কক্সবাজার ২৪, রাঙ্গামাটি ৫, বান্দরবান ৫, খাগড়াছড়ি ৩, কুমিল্লা ১৭, ব্রাহ্মণবাড়িয়া ১৭, চাঁদপুর ১৭, নোয়াখালী ২৩, ফেনী ২৩, লক্ষ্মীপুর ১৯, সিলেট ২৮, হবিগঞ্জ ১৮, মৌলভীবাজার ৩, সুনামগঞ্জ ৭, খুলনা ২০, বাগেরহাট ৩, সাতক্ষীরা ১০, যশোর ১৭, ঝিনাইদহ ৪, মাগুরা ২, নড়াইল ১, কুষ্টিয়া ৩১, চুয়াডাঙ্গা ১০, মেহেরপুর ২, বরিশাল ২১, ভোলা ৫, ঝালকাঠি ৫, পিরোজপুর ৪, পটুয়াখালী ৭, বরগুনা ৫, রাজশাহী ১৭, নওগাঁ ২, চাঁপাইনবাবগঞ্জ ৫, নাটোর ৯, পাবনা ১৮, সিরাজগঞ্জ ১৪, বগুড়া ১৬, জয়পুরহাট ১, দিনাজপুর ১৫, ঠাকুরগাঁও ২, পঞ্চগড় ১, রংপুর ১৩, গাইবান্ধা ৮, কুড়িগ্রাম ৭, নীলফামারী ৬।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৩:০০ পিএম, ২৬ জুন ২০১৬, রোববার
এজি/ডিএইচ

Leave a Reply