Home / চাঁদপুর / ‘আমরা চাই একটি অবাধ নিরপেক্ষ ভয়-ভীতিহীন নির্বাচনী মাঠ’
Mazedur Rahman Khan..
চাঁদপুর জেলা প্রশাক মো. মাজেদুর রহমান খান (ফাইল ছবি)

‘আমরা চাই একটি অবাধ নিরপেক্ষ ভয়-ভীতিহীন নির্বাচনী মাঠ’

চাঁদপুর জেলা আইনশুঙ্খলা কমিটির মাসিক সভা ৯ ডিসেম্বর রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ গুরুত্বপূর্ণ এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

বক্তব্যে বলেন, আর কিছুদিন পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই জেলাব্যাপী নির্বাচনকে ঘিরে আনন্দ উদ্দীপনা বিরাজ করবে। নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রের কাছাকাছি সড়কগুলোর যে সমস্যা রয়েছে তা সমাধান করতে হবে। স্পিড বেকার গুলোকে সাদা দাগ দিয়ে চিহ্নিত করতে হবে। যাতে নির্বাচনে কাজে চলাচলকারি সরকারি যানবাহন গুলোর কোন সমস্যা না হয়। এই সমস্যাগুলো এলজি এলজিইডি কে সমাধান করতে হবে।

তিনি আরো বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘেœ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বদা সজাগ থাকতে হবে। আমরা চাই একটি অবাধ নিরপেক্ষ ভয় ভীতিহীন নির্বাচনী মাঠ তৈরি হবে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল দপ্তরকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে।

সভার শুরুতেই বিগত সভার কার্যবিবরণী পাঠ, সিদ্ধান্ত এবং এর অগ্রগতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. জিহাদুল কবীর পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, জেলা আনসার ভিডিপি কমান্ডার মো. নাজিম উদ্দিন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিএম মুজিবুর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা আফরোজ।

সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ মারুফ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী আফরোজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রতিবেদক- আশিক বিন রহিম
৯ ডিসেম্বর, ২০১৮