Home / চাঁদপুর / ‘২০০৮ সালের পুলিশ আর ২০১৮ সালের পুলিশ এক নয়’
SP Jehadul Kobir
চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির।

‘২০০৮ সালের পুলিশ আর ২০১৮ সালের পুলিশ এক নয়’

চাঁদপুর পুলিশ সুপার মো. জিহাদুল কবি পিপিএম বলেছেন, কেউ যদি ২০০৮ সালের নির্বাচনকে ফলো করে এই নির্বাচনে নাশকতা করার পরিকল্পনা করে থাকে তাহলে তারা ভুল করবে। ২০০৮ সালের পুলিশ আর ২০১৮সালের পুলিশ এক নয়। এ বছর ভোট কেন্দ্র বেড়েছে পাঁচ হাজার আর পুলিশ বেড়েছে ৬৫ হাজার। প্রত্যেকটি ভোটার ভোট কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।

(৯ ডিসেম্বর) রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা আইনশুঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ গুরুত্বপূর্ণ এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

পুলিশ সুপার বলেন, এটা বিজয়ের মাস, পাশাপাশি নির্বাচনের মাস। তাই এই মাসটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বড় ধরনের গণজমায়েত ও অনুষ্ঠানে নাশকতা হতে পারে এমন তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছি। একটি সুস্থ সুন্দর পরিবেশ বাস্তবায়নে পুলিশ প্রশাসন সর্বদা বদ্ধপরিকর।

সভার শুরুতেই বিগত সভার কার্যবিবরণী পাঠ, সিদ্ধান্ত এবং এর অগ্রগতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, জেলা আনসার ভিডিপি কমান্ডার মো. নাজিম উদ্দিন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিএম মুজিবুর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা আফরোজ।

সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ মারুফ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী আফরোজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রতিবেদক-আশিক বিন রহিম
৯ নভেম্বর, ২০১৮

Leave a Reply